শিবাশিস মৌলিক, কলকাতা: ফের রাজ্যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। পঞ্চায়েত ভোটে তফশিলিদের ওপর হামলার অভিযোগ। অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এলেন তফশিলি সম্প্রদায়ভুক্ত বিজেপির ৫ সাংসদ। পরিস্থিতি খতিয়ে দেখে জেপি নাড্ডাকে রিপোর্ট দেবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 

বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম: পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশ হয়েছে, দু সপ্তাহও হয়নি। কিন্তু তারমধ্যেই ১১ দিনে রাজ্যে এসে গিয়েছে বিজেপির তিনটি তথ্যানুসন্ধানকারী দল। বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, মহিলা সাংসদের প্রতিনিধি দলের পর এবার, বিজেপির তফশিলি সম্প্রদায়ভুক্ত ৫ সাংসদের দল। পঞ্চায়েত ভোটে তফশিলিদের ওপর হামলার অভিযোগ খতিয়ে দেখতে, রবিবার রাজ্যে পৌঁছয় বিজেপির কেন্দ্রীয় দল।                            

এদিন প্রথমেই তারকেশ্বরে যায় বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। পাহাড়পুর এলাকায় আক্রান্ত কর্মীদের বাড়িতে যান প্রতিনিধি দলের সদস্যরা। সঙ্গে ছিলেন বিজেপি বিধায়ক অশোক কীর্তনীয়া, বিমান ঘোষ, ও দিবাকর ঘরামি। ছিলেন রাজ্য বিজেপির তফশিলি মোর্চার সভাপতি সুদীপ দাস। আহত বিজেপি কর্মীদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এরপর আরামবাগে যায় বিজেপির প্রতিনিধি দল। আহতদের সঙ্গে আরামবাগে বিজেপির পার্টি অফিসে বৈঠক করেন তাঁরা। বুধবারই অশান্ত মণিপুরে যায় তৃণমূল সাংসদের প্রতিনিধি দল। এর ৪ দিন পরই, রাজ্যে এল বিজেপির ৫ তফশিলি সম্প্রদায়ভুক্ত সাংসদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম।                          

এদিকে জরুরি ভিত্তিতে বঙ্গ বিজেপি নেতৃত্বকে দিল্লিতে তলব কেন্দ্রীয় নেতৃত্বের। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাধারণ সম্পাদক সংগঠন। অমিতাভ চক্রবর্তীকে দিল্লিতে তলব করা হয়েছে। আগামীকাল সকালে দিল্লিতে বঙ্গ বিজেপির সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক। সূত্রের খবর, পঞ্চায়েত ভোটের ফল নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। আগামীকাল আরএসএসের সমন্বয় বৈঠকে যোগ দিতে পারেন শুভেন্দু-সুকান্তরা, এমনটাই সূত্রের খবর। আজ রাতেইদিল্লি যাচ্ছেন সুকান্ত, শুভেন্দু, অমিতাভ চক্রবর্তীরা। এই মুহূর্তেদিল্লিতেই রয়েছেন আরেক হেভিওয়েট নেতা দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির বৈঠকে তাঁরও থাকার সম্ভাবনা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Asansol Fire: আসানসোলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ডিপার্টমেন্টাল স্টোরের গোডাউনে আগুন