নয়াদিল্লি:'তানাজি : রাজ্যে দ্য আনসাং ওয়ারিয়র' সিনেমাকে করমুক্ত ঘোষণা করল উত্তরপ্রদেশ সরকার। অজয় দেবগনের প্রযোজিত এই সিনেমায় সুবেদার 'তানাজি মালুসারে'-র ভূমিকায় অভিনয় করেছেন তিনিই। অজয় দেবগনের পাশাপাশি সিনেমায় রয়েছে কাজল ও সইফ আলি খানের মতো তারকারাও। তানাজি-কে করমুক্ত করার সিদ্ধান্তের কথা সোশাল মিডিয়া মারফত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। রাজ্য সরকারের এক মুখপাত্র বলেছেন, সিনেমার কাহিনীতে 'তানাজি'র আত্মত্যাগ ও বীরত্বকে তুলে ধরা হয়েছে এবং তা নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণাদায়ক। এ কথা মাথায় রেখেই 'তানাজি' সিনেমাকে কর ছাড় দেওয়া হয়েছে।
ওই মুখপাত্র আরও জানিয়েছেন, অজয় দেবগনও এই সিনেমাকে কর ছাড় দিতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন।
তানাজি উত্তরপ্রদেশে করমুক্ত হওয়ায় অজয় যোগীকে ধন্যবাদ জানিয়েছেন।
তানাজি-র সঙ্গেই গত ১০ ডিসেম্বর মুক্তি পেয়েছিল দীপিকা পাড়ুকোন অভিনীত ও মেঘনা গুলজার পরিচালিত সিনেমা 'ছপাক'। অ্যাসিড হামলার শিকার এক তরুণীর কাহিনী অবলম্বনে এই সিনেমা। অ্যাসিড আক্রমণের শিকারদের অনুরোধ সত্ত্বেও এই সিনেমাকে কর ছাড় দেওয়া হয়নি।
তবে 'ছপক' সিনেমাকে করমুক্ত ঘোষণা করা হয়েছে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগঢ় ও পন্ডিচেরীতে।