মুম্বই: মুক্তি পেয়েছে রেস ৩ ছবির ট্রেলার। অ্যাকশন দৃশ্যগুলি জনপ্রিয়তা পেলেও কিছু ডায়ালগ তাদের বাড়াবাড়ির জন্যই ভাইরাল হয়ে গিয়েছে।
রেস ৩ গায়ক রেমো ডিসুজার প্রথম পরিচালিত ছবি। এতে রয়েছেন সলমন খান, অনিল কপূর, জ্যাকলিন ফার্নান্ডেজ, ববি দেওল ও ডেইজি শাহ। ছবিটি প্রযোজনা করছেন সলমন খান ও রমেশ তাউরানি।
এবার ট্রেলারে ডেইজি বলেছেন, আওয়ার বিজনেস ইজ আওয়ার বিজনেস, নান অফ ইওর বিজনেস। তা নিয়ে তাঁকে ট্রোল করতে যান বরুণ ধবন ও খোদ পরিচালক রেমো ডিসুজা। দেখুন তাঁদের ওই ডায়ালগের দৃশ্যায়ন
[embed]https://www.instagram.com/p/BjKDRpRAqOw/?utm_source=ig_embed[/embed]
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হতেই ট্রোলড হন বরুণ ও রেমো। দেখুন কিছু মন্তব্য
রেস ৩-তে ডেইজি শাহকে নকল করে ডায়ালগ বলার চেষ্টা, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড বরুণ ধবন ও রেমো ডিসুজা
ABP Ananda, Web Desk
Updated at:
25 May 2018 02:10 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -