'অক্টোবর'-এর নারী চরিত্রের সঙ্গে আলাপ করালেন বরুণ ধওয়ান, কিন্তু কে এই রহস্যময়ী?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Sep 2017 01:33 PM (IST)
মুম্বই: বরুণ ধওয়ান তাঁর আসন্ন ছবি 'অক্টোবর' -এর মুখ্য নারী চরিত্রের সঙ্গে ইন্ট্রোডিউস করালেন সকলকে। নিজের টুইটার পেজে সেই রহস্যময়ীর একটি ছবিও পোস্ট করেছেন বরুণ। ছবিটি পরিচালনা করছেন সুজিত সরকার। কিন্তু কে এই রহস্যময়ী, সেটাই জানার এখন আগ্রহ সকলের। এই মুহূর্তে বরুণ ব্যস্ত রয়েছেন জুড়ুয়া-টুর শ্যুটিংয়ে। তারপরই সুজিতের এই ছবিতে দেখা যাবে বরুণকে। মূলত এই ছবির মুখ্য চরিত্রের জন্যে বরুণকে অনেক আগেই চূড়ান্ত করা হয়ে গেছে। কিন্তু নায়িকার চরিত্রটি কে করবেন, সেই নিয়েই চলছিল দীর্ঘ টালবাহনা। অবশেষে সেই চরিত্রের জন্যে অভিনেত্রী চূড়ান্ত করে ফেললেন পরিচালক। টুইটারে সেই রহস্যময়ীর ছবি দিয়ে এই ক্যাপশনটি দিয়েছেন বরুণ