এই মুহূর্তে বরুণ ব্যস্ত রয়েছেন জুড়ুয়া-টুর শ্যুটিংয়ে। তারপরই সুজিতের এই ছবিতে দেখা যাবে বরুণকে। মূলত এই ছবির মুখ্য চরিত্রের জন্যে বরুণকে অনেক আগেই চূড়ান্ত করা হয়ে গেছে। কিন্তু নায়িকার চরিত্রটি কে করবেন, সেই নিয়েই চলছিল দীর্ঘ টালবাহনা। অবশেষে সেই চরিত্রের জন্যে অভিনেত্রী চূড়ান্ত করে ফেললেন পরিচালক।
টুইটারে সেই রহস্যময়ীর ছবি দিয়ে এই ক্যাপশনটি দিয়েছেন বরুণ