নয়াদিল্লি: জল্পনা হল সত্যি। জাহ্নবী কপূর (Jahnvi Kapoor) ও বরুণ ধবন (Varun Dhawan) অভিনীত রোম্যান্টিক ড্রামা (Romantic Drama) 'বাওয়াল' (Bawaal) মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মেই। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পাবে এই ছবি। 


অ্যামজন প্রাইমে মুক্তি পাবে বরুণ-জাহ্নবীর 'বাওয়াল'


সাজিদ নাদিয়াদওয়ালার প্রযোজনা ব্যানার 'নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে অশ্বিনী আইয়ার তিওয়ারি ও নীতেশ তিওয়ারির সংস্থা 'আর্থস্কাই পিকচার্স'-এর সহযোগিতায় তৈরি হচ্ছে প্রেম কাহিনি 'বাওয়াল'। এই প্রথম একসঙ্গে বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন বরুণ ধবন ও জাহ্নবী কপূর। এই ছবি প্রাইম ভিডিওর মাধ্যমে ভারত ও বিশ্বের ২০০ দেশে দেখা যাবে। জুলাই মাসে মুক্তি পাবে এই ছবি।


সোমবার ছবির পোস্টার শেয়ার করে নির্মাতাদের তরফে এই খবর দেওয়া হয়। ক্যাপশনে লেখা হয়, 'বদলাবে সকলের মনের অবস্থা কারণ দুনিয়ায় হতে চলেছে বাওয়াল এই জুলাই মাসে...।' গোটা বিশ্বজুড়ে একসঙ্গে মুক্তি পাবে এই ছবি। এই ছবির পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। 


 






সপ্তাহখানেক আগেই শোনা যায় ওটিটিতে মুক্তি পাবে 'বাওয়াল'। যদিও তখন কোনও প্ল্যাটফর্মের নাম নিশ্চিতভাবে ঘোষণা করা হয়নি। 'দঙ্গল' খ্যাত নীতেশ তিওয়ারির এই ছবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি। একাধিক সূত্র মারফত খবর মেলে তখন, এই ছবির বিষয় খানিক অন্য ধরনের। সাধারণত আদ্যন্ত কমার্শিয়াল মশলা মনোরঞ্জক ছবির মতো এই ছবির বিষয় নয়। ফলে সূত্রের খবর, ছবির নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন এই ছবি ওটিটিতে মুক্তির জন্যই উপযুক্ত।


আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস


এর আগে ৭ এপ্রিল ২০২৩-এ মুক্তি পাওয়ার কথা ছিল 'বাওয়াল' ছবির। কিন্তু পরে সেই তারিখ পিছিয়ে যায়। একাধিক সূত্র মারফৎ খবর, ভিএফএক্সে দেরি হওয়ার জন্য এই ছবির মুক্তির তারিখ পিছিয়ে যায়। ছবির পোস্ট প্রোডাকশন এখনও বাকি রয়েছে বলে মনে করা হয়েছে। অনুরাগীরা অবশ্যই বরুণ ও জাহ্নবীর টাটকা জুটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায়। 


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial