মাদ্রিদ: সম্প্রতি স্পেনের নেশনস লিগ খেতাব জয়ে হোসেলু গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। স্পেনের হয়ে আন্তর্জাতিক কেরিয়ারের শুরুটাও দারুণভাবে করেছেন তিনি। জাতীয় দলের জার্সিতে চারটি ম্যাচ খেলে ইতিমধ্যেই তিনটি গোল করে ফেলেছেন তিনি। স্পেনের  নেশনস লিগ খেতাব জয়ের ঠিক কয়েক মুহূর্ত পরেই সেই হোসেলুরই (Joselu) 'ঘরওয়াপসির' ঘটল। স্প্যানিশ স্ট্রাইকারকে সই করার কথা সরকারিভাবে ঘোষণা করল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। 


এটা রিয়াল মাদ্রিদের জার্সিতে তাঁর ঘরওয়াপসিই বটে। ২০১০ সাল পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদেই ছিলেন। রিয়ালের অ্যাকাডেমির অংশও ছিলেন হোসেলু। এমনকী মাদ্রিদের সিনিয়র দলের হয়ে দুই ম্য়াচে দুইটি গোলও করেছিলেন তিনি। কিন্তু তারপর থেকে বুন্দেশলিগায় হফেনহাইম, হ্যানোভার থেকে প্রিমিয়ার লিগে নিউক্যাসেল ইউনাইটেড, স্টোক সিটির হয়ে খেলেছেন হোসেলু। কোনও ক্লাবেই অবশ্য তিনি খুব বেশি দাগ কাটতে পারেননি। তবে গত মরশুমে ছবিটা খানিকটা বদলে যায়।


গত মরশুমে এস্পানিয়লের হয়ে তিনি মোট ৩৮টি ম্যাচ খেলে ১৭টি গোলের পাশাপাশি চারটি অ্যাসিস্ট প্রদান করেন। লা লিগায় তিনিই স্প্যানিয়ার্ড হিসাবে সর্বাধিক গোল করেছিলেন। হোসেলুই নেশনস লিগে স্পেনের হয়ে সর্বাধিক গোল করেছেন। তাঁর গোলেই সেমিফাইনালে ইতালির বিরুদ্ধে জয় পেয়েছিল লা রোহা। সম্ভবত এই দুর্দান্ত মরশুমেরই সুফল পেলেন ৩৩ বছর বয়সি তারকা স্ট্রাইকার। দুর্দান্ত এক লা লিগা মরশুম ও স্পেনের হয়ে দুরন্ত শুরুর পরে সেই লস ব্লাঙ্কোসেই ফিরলেন তিনি। অবশ্য পাকাপাকিভাবে নয়, বরং এক বছরের লোনেই তিনি মাদ্রিদে ফিরলেন।


 






 


রিয়াল মাদ্রিদ এ মরশুমে নিজেদের ফরোয়ার্ড লাইনে সামান্য় বদল করতে বাধ্য হয়েছে। ১৪ মরশুম পর দলের সর্বকালের অন্যতম সর্বোচ্চ গোলদাতা করিম বেঞ্জেমা লস ব্লাঙ্কোসকে বিদায় জানিয়েছেন। তিনি সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন। তাঁর বদলি হিসাবেই সম্ভবত এ মরশুমের জন্য হোসেলুকে দলে নিল রিয়াল। লস ব্লাঙ্কোস কিন্তু হোসেলুর পাশাপাশি বরুসিয়া ডর্টমুন্ড থেকে তারকা ইংল্যান্ড মিডফিল্ডার জুড বেলিংহ্যামকেও সই করিয়েছে। কিলিয়ান এমবাপেকে সই করানোর বিষয়ে জল্পনা-কল্পনা শোনা গেলেও, অবশ্য ফরাসি স্ট্রাইকারের এ মরশুমে রিয়ালে যোগ দেওয়ার সম্ভাবনা খানিক কমই। তাই হয়তো হোসেলুকেই আসন্ন মরশুমে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড লাইনকে নেতৃত্ব দিতে দেখা যাবে।


এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: ত্বকের এক্সফোলিয়েশন কেন প্রয়োজন? সপ্তাহে কদিন স্ক্রাব করবেন?