মুক্তি পেয়েছে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’-র দ্বিতীয় ট্রেলার। এ নিয়ে বলতে গিয়ে বরুণ বলেছেন, আলিয়া বাবা মায়ের বাধ্য মেয়ে, পরিবারকে ভালই ম্যানেজ করতে পারেন। তাই পুত্রবধূ হিসেবে ভালই হবেন তিনি। কিন্তু স্ত্রী হিসেবে কেমন হবেন, তাঁর কোনও ধারণা নেই।
‘বদ্রীনাথ কি দুলহনিয়া’-য় বরুণের চরিত্রের নাম বদ্রীনাথ বনশল ওরফে বদ্রী। আলিয়া বৈদেহী ত্রিবেদী। এ নিয়ে তৃতীয়বার ছবির পর্দায় কনে সাজতে চলেছেন তিনি। এর আগে ‘টু স্টেটস’ ও ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’-য় তাঁকে নববধূর চরিত্রে দেখা যায়।
ছবিটি ‘হাম্পটি শর্মা কি দুলহনিয়া’-র সিকোয়েল। ১০ মার্চ মুক্তি পাবে ‘বদ্রীনাথ কি দুলহনিয়া’।
দেখুন ছবিটির নতুন ট্রেলার