কলকাতা: ২০১৮-তে মুক্তিপ্রাপ্ত হরর কমেডি 'স্ত্রী' দর্শকদের হিটলিস্টে ছিল। শ্রদ্ধা কাপুর এবং রাজকুমার রাও (Rajkumar Rao) অভিনীত এই ছবি আয় করেছিল ১২৯.৯০কোটি টাকা।  আর এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। শোনা যাচ্ছে, 'স্ত্রী ২' ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন অভিনেতা বরুণ ধবন (Varun Dhawan)। নির্মাতাদের আসা এই ছবিও দর্শকদের ভাল লাগবে। পাশাপাশি বরুণ ধবনের চরিত্রটি যে আলাদা ভাবে সিনেপ্রেমীদের নজর কাড়বে এবিষয়েও নিশ্চিত ছবির টিম। যদিও অভিনেতা চরিত্রটি ঠিক কী হতে চলেছে তা এখনও খোলসা করে জানাননি ছবির নির্মাতারা।


অন্য়দিকে, সদ্য় মুক্তিপ্রাপ্ত ছবি 'ভেড়িয়া' (Bhediya) তে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছিল বরুণ ধবন (Varun Dhawan) ও কৃতী শ্যাননকে(Kriti Sanon)। এখানেও বেশ অন্য়রকম চরিত্রে দেখা গিয়েছে বরুণকে। জানা যায় মুক্তি পরই অনলাইনে ফাঁস হয়ে যায় ছবিটি। যা নিয়ে শোরগোল কম হয়নি। 


আরও পড়ুন...


Kisi Ka Bhai Kisi Ki Jaan: রোম্যান্টিক গানে সলমন খানের কণ্ঠ, মুক্তি পেল নতুন গান 'জি রহে থে হম'


প্রসঙ্গত, সদ্য়ই মুক্তি পেয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) অভিনীত 'তু ঝুটি ম্যায় মক্কার'।লভ রঞ্জনের পরিচালনায় এই প্রথম বড়পর্দায় জুটি বাঁধলেন রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor)। রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবি ১১ দিনেই আয় করেছিল ১০০ কোটি। প্রসঙ্গত, প্রেক্ষাগৃহে মুক্তির প্রথম সপ্তাহান্তেই ৭০ কোটি আয় করে ফেলেছিল এই ছবি। ফিল্ম সমালোচক তরণ আদর্শের ইন্সটা পোস্টেই উঠে এসেছিল এই খবর। দ্বিতীয় দিনে এই ছবির বক্স অফিস সাফল্য কত হল তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছিলেন ফিল্ম সমালোচক তরণ আদর্শ (Taran Adarsh)। শুক্রবার তিনি জানান, এখনও পর্যন্ত এই ছবি ভারতীয় বক্স অফিসে ২৬.০৭ কোটি টাকার ব্যবসা করেছে। তরণ আদর্শের (Taran Adarsh) পোস্ট অনুযায়ী, 'দ্বিতীয় দিনেও ভালই ফল করেছে তু ঝুটি ম্যায় মক্কার... ওয়ার্কিং ডে-তে ৩৪.২৭ শতাংশ ঘাটতি ব্যবসায় - ছুটির দিনের পরের দিন - সেটাই স্বাভাবিক... শুক্রবার থেকে ব্যবসায় এগোতে পারে, শনিবার ও রবিবার বাড়তি আয় হবে বলেই আশা... বুধবার ১৫.৭৩ কোটি টাকা, বৃহস্পতিবার ১০.৩৪ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। মোট ২৬.০৭ কোটি টাকার ব্যবসা ভারতে।'