প্রয়াত বীরু দেবগনের জন্য প্রার্থনা সভায় স্ত্রী কাজল, মা বীনা, মেয়ে নিশা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে অজয় দেবগন
গত ২৭ মে-তেই সন্ধেয় বীরু দেবগনের শেষকৃত্য সম্পন্ন হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা তথা প্রবীণ স্টান্ট ডিরেক্টর বীরু দেবগন গত সোমবার ৮৫ বছর বয়সে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রয়াত হয়েছেন।
প্রয়াত বীরু দেবগনের জন্য পরিবার আজ বৃহস্পতিবার পরিবারের পক্ষ থেকে একটি প্রার্থনা সভার আয়োজন করা হয়। সেই প্রার্থনা সভায় অজয় তাঁর স্ত্রী কাজল, মেয়ে নিশা ও মা বীনা দেবগন সহ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে পৌঁছলেন।
প্রার্থনা সভার পথে মা বীনা দেবগনের সঙ্গে অজয় দেবগন
ঠাকুর্দার মৃত্যুর পর দুর্ভাগ্যজনকভাবে হঠাত্ করেই সোশ্যাল মিডিয়ার চর্চায় উঠে আসেন অজয়ের মেয়ে নিশা। এর কারণ, বীরু দেবগনের মৃত্যুর পর দিন তাঁর সেলুনে যাওয়া।
সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ১৬ বছরের নিশার সমালোচনা করেছেন। আবার অনেকেই তাঁর পক্ষেও সওয়াল করেছেন।
বীরু দেবগনের প্রার্থনা সভায় যাওয়ার পথে মা কাজলের হাত ধরে নিশা।
গত সোমবার বীরু দেবগনের শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়েছিলেন পুত্রবধূ কাজল। সেই সময় তাঁকে সান্ত্বনা জানান ঐশ্বর্য রাই বচ্চন।
মুম্বইয়ে প্রার্থনা সভায় কাজল, নিশা, বীনা ও অজয়।
কাজলের তুতো বোন শ্রাবণী মুখার্জীকেও সেখানে দেখা যায়। বর্ডার সহ কয়েকটি বলিউড সিনেমায় অভিনয় করেছেন তিনি।
শ্রাবণী মুখার্জী
মুম্বইয়ে প্রয়াত বীরু দেবগনের প্রার্থনা সভায় কাজল, নিশা, বীনা, অজয়।
মুম্বইয়ে প্রয়াত বীরু দেবগনের প্রার্থনা সভায় কাজল, নিশা, বীনা, অজয়।
মুম্বইয়ে প্রয়াত বীরু দেবগনের প্রার্থনা সভায় কাজল, নিশা, বীনা, অজয়।
মা বীনার সঙ্গে অজয়
কাজল ও নিশা
কাজল ও নিশা
কাজল ও নিশা (সব ছবি:মানব মঙ্গলানি)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -