Entertainment News: বর্ষীয়ান অভিনেতা তথা একদা টেলিভিশন সঞ্চালক, গায়ক অন্নু কপূর মাঝেমধ্যেই তাঁর বিস্ফোরক মন্তব্যের জন্য চর্চিত হন। কিছুদিন আগেই হিন্দি বনাম মরাঠি বিবাদের আবহে রাজ ঠাকরেকেও তীক্ষ্ণ নিন্দাবাণে বিদ্ধ করতে ছাড়েননি অন্নু কপূর। ভাষা নিয়ে বিবাদ ছড়াচ্ছেন যারা তাদের কঠোর শাস্তির দাবি করেছিলেন অন্নু কপূর (Annu Kapoor)। তবে এবার এএনআইয়ের একটি পডকাস্টে আরেকটি বিস্ফোরক মন্তব্য করে বসেন অন্নু কপূর। তাঁর কথায়, গোটা দেশটাই দুর্নীতি আর ভণ্ডামিতে ভরে গিয়েছে। এখানে সৎ লোকের মর্যাদা অসৎদের জুতোর তলায়। কেন এমন বললেন তিনি ?

এএনআইয়ের এই পডকাস্টে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে টাকা না দেওয়া নিয়ে প্রশ্নকর্তা প্রসঙ্গ তোলার পরে অন্নু কপূর বলেন, ‘আমি ইন্ডাস্ট্রি নিয়ে ক্ষুব্ধ এমনটা নয়, যদি ক্ষুব্ধই থাকি তাহলে বলতে হবে আমি গোটা দেশ, গোটা সমাজের উপরে ক্ষুব্ধ।’ অন্নু কপূর (Annu Kapoor) এর আগে বহু সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি টিভি দেখেন না, সিনেমা দেখেন না, ওটিটি-ও দেখেন না, এমনকী সংবাদপত্রও পড়েন না। আর এই প্রসঙ্গেই তাঁকে জানতে চাওয়া হয় যে তাঁর এই কাজের মূলে কি কোনও ক্ষোভ কাজ করে ? অন্নু এর উত্তর বলেন, ‘আমি এই ইন্ডাস্ট্রির উপরে ক্ষুব্ধ এমনটা নয়। ক্ষোভ থাকলে বলতে হবে আমি গোটা দেশ, গোটা সমাজের উপরেই ক্ষুব্ধ। কারণ এই সব কিছুর একটা ছোট্ট অংশ হল ইন্ডাস্ট্রি।‘

তিনি আরও বলেন, ‘এখনকার দেশ, সমগ্র দেশ দুর্নীতি, ভণ্ডামি, বাগাড়ম্বর, দম্ভ, লোকদেখানো জাঁকজমকে ভরে গিয়েছে। আর এরই বাইপ্রোডাক্ট হল এই ইন্ডাস্ট্রি, দেশের নেতা, অভিনেতা সকলে। কোনও একটি ক্ষেত্রে দেখান আপনি এই দেশে যেখানে ভণ্ডামি, দুর্নীতি নেই ! সব ক্ষেত্রেই দেখা যাবে মাত্র ১ শতাংশ বা ২ শতাংশ মানুষই এখানে সৎ, দায়িত্বপরায়ণ আর এই মানুষগুলির কদর আসলে বাকি ৯৮ শতাংশ ভণ্ড অসৎ মানুষদের জুতোর তলায় থাকে। এই দেশে সৎ, দায়িত্বপরায়ণ মানুষদের স্থান নেই, কদর নেই, মর্যাদা নেই।’

গত বছরই প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করতে গিয়ে বাতিল হওয়ার প্রসঙ্গে অন্নু কপূর এক বিস্ফোরক মন্তব্য করেছিলেন। সংবাদমাধ্যমে ছড়িয়ে গিয়েছিল যে প্রিয়াঙ্কা চোপড়া নাকি তাঁর সঙ্গে চুম্বন-দৃশ্যে অভিনয় করতে চাননি কারণ তিনি এতে স্বাচ্ছন্দ্যবোধ করেননি। আর এই প্রসঙ্গে এদিন এই পডকাস্টে এসেও অন্নু কপূর সোচ্চারে বলেন যে একজন নায়ক হিসেবে সেই ছবিতে থাকলে প্রিয়াঙ্কা না করতে পারতেন না। কারণ তাঁর চেহারা, তাঁর স্ট্যাটাস নায়কোচিত নয় বলেই এই প্রত্যাখ্যান এসেছে।