মুম্বই: অসুস্থ বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার। চিকিৎসকরা জানিয়েছেন, আগামী ৭২-ঘণ্টা ভীষণই গুরুত্বপূর্ণ। তবে, তাঁর স্ত্রী সায়রা বানু জানিয়েছেন, তিনি স্থিতিশীল আছেন।


শুক্রবার রাত ২টো নাগাদ নিউমোনিয়ায় আক্রান্ত ৯৪ বছরের অভিনেতাকে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবল জ্বর ও শ্বাসকষ্টও ছিল বলে জানা যায়। যে চিকিৎসকের তত্ত্বাবধানে দিলীপ কুমার রয়েছেন, সেই জলিল পার্কার এদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, আপাতত দিলীপ কুমার সুস্থ, স্বাভাবিক আছেন। অভিনেতাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী ৭২-ঘ্ণ্টা খুব গুরুত্বপূর্ণ। তাঁর ওপর সর্বক্ষণ নজর রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউ-তে স্থানান্তরিত করা হতে পারেও বলে জানান পার্কার।

তবে, জলিল পার্কার আশা প্রকাশ করেন যে, দ্রুত নবতিপর অভিনেতা সুস্থ হয়ে উঠবেন। চিকিৎসক বলেন, যেমন করে খাবার পরিপাক হতে অন্তত তিন ঘণ্টা সময় লাগে, তেমনই ওষুধ কাজ করতে কিছুটা সময় লাগবে। এর আগে সকালে তিনি জানিয়েছিলেন, অভিনেতার জ্বর ছিল। বেশ কয়েকবার বমিও হয়েছে। পার্কার জানান, দিলীপ কুমারের রক্তে শ্বেতকণিকার সংখ্যা অত্যন্ত বেড়ে গিয়েছে।

এদিকে, অভিনেতার শারীরিক অবস্থার কথা  ট্যুইটারে জানান তাঁর স্ত্রী তথা প্রাক্তন অভিনেত্রী সায়রা বানু। ট্যুইটারের মাধ্যমে সায়রা বানু অভিনেতার অগণিত ভক্তকূলের উদ্দেশ্যে লেখেন, দিলীপ কুমারের অবস্থা স্থিতিশীল। তিনি সুস্থ আছেন। দ্রুত আরোগ্যলাভ করছেন।