মুম্বই: তিরানব্বই বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বলিউড (Bollywood) অভিনেতা রমেশ দেও (Ramesh Deo)। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর, আজ রাত সাড়ে আটটা নাগাদ কোকিলাবেন ধুরুবাই অম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বর্ষীয়ান বলিউড অভিনেতা রমেশ দেওর ছেলে অভিনয় দেও এদিন পিটিআইকে বলেন, 'হার্ট অ্যাটাক (Heart Attack) হওয়ার কারণে আজ রাত সাড়ে আটটা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে ওঁর বয়স হয়েছিল তিরানব্বই বছর।'


প্রয়াত অভিনেতা রমেশ দেওর জন্ম মহারাষ্ট্রের অমরাবতীতে। ১৯৫১ সালে মরাঠী ছবি দিলে অভিনয় জীবনে আত্মপ্রকাশ হয় তাঁর। সেই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যায় তাঁকে। এরপর ১৯৫৬ সালে প্রথম একটি মরাঠী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের সুযোগ পান। 


আরও পড়ুন - Kareena Kapoor Khan: করিনার নিরামিশাষী প্রেমিককে দেখে কী বলেছিলেন রণধীর কপূর?


বর্ষীয়ান অভিনেতা রমেশ দেও আড়াইশোর বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন। অভিনয় করেছেন প্রায় দুশোটি মরাঠী ছবিতে। ৬০ বছরের অভিনয় জীবনে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। 'আনন্দ', 'আপ কি কসম' এবং আরও বেশ কিছু জনপ্রিয় হিন্দি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। ভিন্ন ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের মন জিতে নিতেন খুব সহজেই। 'জলি এল এল বি', 'ঘায়েল ওয়ান্স এগেন', 'খিলোনা', 'জীবন মৃত্যু', 'মেরে আপনে'র মতো বহু ছবিতে অভিনয় করে দর্শকের কাছে অত্যন্ত প্রিয় হয়ে ওঠেন। দিলীপ কুমার, রাজেশ খন্না, অমিতাভ বচ্চনদের মতো অভিনেতাদের সঙ্গে বিভিন্ন ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন।


রমেশ দেওকে শেষবার পর্দায় দেখা যায় ২০১৬ সালে সানি দেওল অভিনীত 'ঘায়েল ওয়ান্স এগেন' ছবিতে। তাঁর ছেলে অভিনয় দেও বলিউডের একজন ছবি নির্মাতা। বেশ কিছু জনপ্রিয় ছবি তৈরি করেছেন অভিনয়। বর্ষীয়ান অভিনেতা রমেশ দেওর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের বিনোদন জগতে।