মুম্বই: বলিউডে শোকের ছায়া। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম (Shiv Kumar Subramaniam)। একাধিক হিট ছবিতে তিনি অভিনয় করেছেন। চিত্রনাট্যকার হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কারও। রবিবার প্রয়াত হন জনপ্রিয় এই অভিনেতা। আজ মুম্বইতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। শিবকুমার সুব্রহ্মণ্যমের প্রয়াণে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে।


প্রয়াত শিবকুমার সুব্রহ্মণ্যম-


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক বিশিষ্ট ব্যক্তির পক্ষ থেকে শিবকুমার সুব্রহ্মণ্যমের প্রয়াণের কথা জানান হয়। ছবি নির্মাতা হনশল মেহতা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শিবকুমার সুব্রহ্মণ্যমের প্রয়াণের কথা জানিয়ে শোক প্রকাশ করেছেন। যদিও অভিনেতার মৃত্যুর কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয়। হনশল মেহতার পক্ষ থেকে আজ এক বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে বলা হয়েছে, 'অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের সকলকে জানানো হচ্ছে যে, আমাদের অত্যন্ত প্রিয় শিবকুমার সুব্রহ্মণ্যম প্রয়াত হয়েছেন। একাধিক উল্লেখযোগ্য কাজ করেছেন তিনিয অসাধারণ প্রতিভাবান এই অভিনেতার প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। ব্যক্তিগত ও পেশাদার জীবনে সকলের অত্যন্ত পছন্দের মানুষ ছিলেন শিবকুমার সুব্রহ্মণ্যম। তাঁর স্ত্রী দিব্যা এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই।'



আরও পড়ুন - Alia Ranbir Wedding: রণবীরের সঙ্গে বিয়ের গুঞ্জনে প্রথমবার মুখ খুললেন আলিয়া


মাত্র দু মাস আগেই ছেলেকে হারিয়েছেন শিবকুমার সুব্রহ্মণ্যম-


প্রয়াত অভিনেতা শিবকুমার সুব্রহ্মণ্যম অভিনয় করেছেন একাধিক ছবিতে। তাঁকে দেখা গিয়েছিল 'টু স্টেটস' ছবিতে। আলিয়া ভট্ট এবং অর্জুন কপূর অভিনীত এই ছবিতে আলিয়ার বাবার ভূমিকায় দেখা যায় তাঁকে। এছাড়াও শিবকুমার সুব্রহ্মণ্যমকে শেষবার দেখা গিয়েছে 'মীনাক্ষী সুন্দরেশ্বর' ছবিতে। যদিও এটি সিনেমা হলে নয়, মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। দীর্ঘ কেরিয়ারে শিবকুমার সুব্রহ্মণ্যম অভিনয় করেছেন বহু হিন্দি ছবিতে। 'টি স্টেটস' ছাড়াও, 'হিচকি', 'রকি হ্যান্ডসাম' ও আরও অনেক ছবিতে অভিনয় করেন। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, মাত্র দু মাস আগেই একমাত্র সন্তানকে হারান তিনি। তাঁর ছেলে জাহানের মৃত্যু হয়েছে মাত্র দু মাস আগে ব্রেন টিউমরের কারণে। ছেলের মৃত্যুশোক কাটিয়ে ওঠার আগেই প্রয়াত হলেন অভিনেতা।