Entertainment News: বর্ষীয়ান অভিনেত্রী অরুণা ইরানি সম্প্রতি তাঁর স্তন ক্যানসার নিয়ে প্রবল লড়াইয়ের কাহিনি তুলে ধরেছেন। পরপর দু'বার তিনি ক্যানসারের (Breast Cancer) সঙ্গে মরণপণ লড়াই করে বেঁচে ফিরেছেন। তবু এই ক্যানসারের কথা তিনি এতদিন গোপনই রেখেছিলেন। ৭৬ বছর বয়সী এই অভিনেত্রী চলচ্চিত্র এবং টেলিভিশনে (Aruna Irani) সমানভাবে অভিনয় করে এসেছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তাঁর স্বাস্থ্য সম্পর্কে বিশদে আলোচনা করেন। ক্যানসার নিয়ে ক্যামেরার পিছনে তিনি যে সমস্যাগুলির সম্মুখীন হয়েছিলেন, সেগুলি সম্পর্কে এদিন এই সাক্ষাৎকারে আলোচনা করেন তিনি।
ক্যানসারের সঙ্গে লড়াই
অরুণা ইরানি জানান যে একটি ছবির সেটে থাকাকালীন প্রথমবার তাঁর স্তন ক্যানসারের লক্ষণ ধরা পড়ে। তিনি বুঝতে পারছিলেন যে একটা কিছু সমস্যা তাঁর শরীরে বাসা বেঁধেছে। তিনি স্মৃতিচারণ করে বলেন, 'এমনই একদিন শ্যুটিং করছিলাম আমি, কীভাবে যে আমার মনে হল জানি না, তবে আমি বলেছিলাম কিছু একটা চলছে আমার ভিতরে।' আর তারপরেই এক ডাক্তারের সঙ্গে আলোচনা করেন অরুণা, কিন্তু তিনি তাঁর এই কথাকে গুরুত্ব দেননি প্রথমে। তবে ডাক্তার এই ব্যাপারে খুব একটা আতঙ্কজনক কিছু না বললেও অরুণা মনে মনে স্থির করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে মাংসপিণ্ড তাঁর শরীরে দেখা দিয়েছিল, তা যেন সরিয়ে দেওয়া হয়।
পরে তাঁকে কেমোথেরাপি নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল। তবু প্রবীণ এই অভিনেত্রী সেই পরামর্শে কান দেননি। কারণ তিনি আশঙ্কা করেছিলেন যে এই কেমোথেরাপির কারণে তাঁর চেহারা বিধ্বস্ত হতে পারে আর তা তাঁর কর্মজীবন ও পেশাকে বিপন্ন করে তুলতে পারে। তাঁর কথায়, 'ডাক্তার আমাকে এরপরে বলেন যে আমাকে একটা ট্যাবলেট খেতে হবে, কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি এই পথটিই বেছে নিয়েছিলাম। আমার একটাই ভয় ছিল যদি আমার চুল পড়ে যায়, তাহলে আমি শ্যুটিং করব কীভাবে ?'
কোভিডের আগে দ্বিতীয়বার ধরা পড়ে ক্যানসার
২০২০ সালে কোভিড মহামারী শুরু হওয়ার আগেই আবার একবার ক্যানসার ধরা পড়ে অরুণা ইরানির। এরপরেই তিনি চিকিৎসকের পরামর্শ পুরোপুরি মেনে চলার সিদ্ধান্ত নেন। শুরু হয় কেমোথেরাপি। অরুণা জানান, 'ভুলটা আমারই ছিল, আমি প্রথমে কেমোথেরাপি নিইনি, পরে যদিও আমাকে নিতেই হয়'। আর তিনি এও জানান যে উন্নত চিকিৎসা পদ্ধতির কারণে তাঁর খুব কম চুল পড়েছিল। তবে আবার সেই চুল গজাতে শুরু করেছিল তাঁর।
শুধু ক্যানসারই নয়, অরুণা তাঁর ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কথাও জানান এই সাক্ষাৎকারে। ৬০ বছর বয়সে ডায়াবেটিস ধরা পড়েছিল অরুণার, একসময় চিকিৎসকদের ভয় হচ্ছিল যে এই ডায়াবেটিসের কারণে তাঁর কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে।