নয়াদিল্লি: সুভাষ ঘাই (Subhash Ghai) মানেই 'কর্জ' ('Karz'), 'রাম লক্ষ্মণ' ('Ram Lakhan'), 'করমা' ('Karma'), 'কালিচরণ' ('Kaalicharan'), 'পরদেশ' ('Pardes'), 'খলনায়ক' ('Khalnayak'), 'হিরো'র ('Hero') মতো একের পর এক ব্লকবাস্টার ছবি। এবার পরিচালক কাজ শুরু করবেন টেলিভিশনে। সুভাষ ঘাইয়ের সংস্থা 'মুক্তা আর্টস' (Mukta Arts) তাদের প্রথম টেলিভিশন ধারাবাহিক নিয়ে আসতে চলেছে। নাম 'জানকী' (Jaanaki)।
টেলিভিশন দুনিয়ায় নতুন ধারাবাহিক নিয়ে আসছেন সুভাষ ঘাই
একের পর এক আইকনিক ছবি দর্শককে উপহার দেওয়ার পর সুভাষ ঘাইয়ের সংস্থা 'মুক্তা আর্টস' নিয়ে আসছে তাদের প্রথম ধারাবাহিক, 'জানকী'। নারীর ক্ষমতায়নের গল্প বলবে এই ধারাবাহিক, যা আগামী মাস থেকে দূরদর্শনে (Doordarshan) দেখা যাবে। এই অনুষ্ঠান বিশেষত মহিলা দর্শকদের উদ্দেশ্য করেই তৈরি হয়েছে বলে খবর। নির্মাতারা সম্প্রতি এই কাজের জন্য ভারতের সর্বোচ্চ দর্শক সম্পন্ন চ্যানেলের সঙ্গে কোলাবোরেশনের কথা ঘোষণা করেন।
নতুন কাজ নিয়ে স্বভাবতই উত্তেজিত সুভাষ ঘাই। তিনি বলেন, 'আমার প্রথম টেলিভিশন শো 'জানকী'র হাত ধরে টেলিভিশনের সোনালি দুনিয়ায় পা রাখতে আমি অত্যন্ত রোমাঞ্চিত। সাম্প্রতিক কিছু ঘটনা আমাকে একটি টেলিভিশন অনুষ্ঠান তৈরির জটিলতার মধ্যে পড়ার সুযোগ দিয়েছে। আমার সংস্থা 'মুক্তা আর্টস'-এর ওয়েব সিরিজ '৩৬ ফার্মহাউজ'-এর সাফল্য আমার অন্যান্য মাধ্যমে কাজ করার উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। অবশেষে আমি 'জানকী' তৈরি করায় উদ্যত, যা আগামী মাস থেকে দেখানো হবে। 'বিশ্ব যোগ দিবস'-এ, যখন বিশ্ব যোগের মাধ্যমে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি উদযাপন করছে, আমরা 'জানকী'-এর মাধ্যমে আমাদের দেশের আধুনিক নারীদের প্রদর্শনের মাধ্যমে আমাদের গৌরবময় জাতির উত্তরাধিকার অব্যাহত রাখতে পেরে গর্বিত। আমরা নিশ্চিত এটি দর্শককে প্রভাবিত করবে।'
আরও পড়ুন: Business Trip: কর্মসূত্রে প্রচুর বাইরে যেতে হয়? নজরে থাকুক এই বিষয়গুলি
এই অনুষ্ঠানের নেপথ্যে থাকা প্রযোজনা সংস্থা 'মুক্তা আর্টস' জুলাই মাসে এই নতুন কাজ নিয়ে আসতে একেবারে প্রস্তুত এবং দেখানো হবে দূরদর্শনে। 'জানকী'র চিত্রনাট্য সম্মিলিতভাবে লিখেছেন জৈনেশ এজারদার, বন্দনা তিওয়ারি, সুরভী রোহিনী ও রেখা বব্বল। কার্যনির্বাহী পরিচালক ঋতুজা কাথে এবং ধারাবাহিকের পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন জিগনেশ বৈষ্ণব ও ধর্মেশ। রাহুল পুরী এই অনুষ্ঠানের প্রযোজক এবং বিশাল গাঁধী হলেন সহকারী প্রযোজক। এই অনুষ্ঠানের হাত ধরে টেলিভিশনে পা রাখলেন প্রবীণ স্রষ্টা সুভাষ ঘাই।
এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial