নয়াদিল্লি: সঙ্গীত দুনিয়ায় নক্ষত্র পতন। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ সঙ্গীতশিল্পী বাণী জয়রাম (Vani Jairam Passes Away)।  আজ, ৪ ফেব্রুয়ারি প্রয়াত হয়েছেন। বয়স হয়েছিল ৭৭। গায়িকা একাধিক ভারতীয় ভাষায় প্রায় ১০ হাজারেরও বেশি গানে কণ্ঠ (playback singer) দিয়েছেন। 


প্রয়াত প্রবীণ গায়িকা বাণী জয়রাম


পাঁচ দশক ব্যাপী কর্মজীবন, অজস্র গান, বিপুল জনপ্রিয়তা। কিন্তু মৃত্যু হল আচমকাই। চেন্নাই পুলিশ সূত্রে খবর, যখন মৃত্যু হয় বাণী জয়রাম তখন বাড়িতে একা ছিলেন। তাঁর পরিচারক শনিবার সকালে এসে দেখেন ভিতর থেকে বাড়ির দরজা বন্ধ। বারবার বেল বাজিয়েও কোনও সাড়াশব্দ না মেলায় সন্দেহ হয় তাঁর। এরপর তিনি প্রতিবেশীর বাড়ি যান, এবং তাঁরা বাণী জয়রামের বোন ঊমাকে ফোন করেন। খবর দেন পুলিশেও। ততক্ষণে এসে পৌঁছন শিল্পীর বোনও। এরপর পুলিশ এসে বাণী জয়রামের বাড়ির দরজা খোলেন, ঊমার থেকে বাড়তি চাবি নিয়ে। 


পুলিশ সূত্রে আরও খবর, প্রথমে মনে করা হচ্ছিল, জয়রাম পড়ে গিয়ে টেবিলে লেগে মাথায় চোট পান। কপালে হালকা ক্ষতচিহ্ন দেখতে পাওয়া গেছে। সরকারি রয়াপেট্টা হাসপাতালে দেহ পাঠানো হয় ময়না তদন্তের জন্য। পুলিশ এটিকে অস্বাভাবিক মৃত্যু হিসেবে বিবেচনা করছেন এবং তদন্ত শুরু হয়েছে। 


সঙ্গীত পরিচালক ডি. ইম্মন, ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন। তিনি জানান, গত অগাস্ট মাসে বাণী জয়রাম তাঁর আগামী ছবি 'মালাই'য়ের জন্যও গান রেকর্ড করেছিলেন। 


 






পদ্মভূষণ প্রাপক


১৯৪৫ সালের ৩০ নভেম্বর জন্ম নেন। নাম ছিল কালাইবাণী। বাণী জয়রাম খ্যাতির শিরোনামে পৌঁছন প্রথম ১৯৭১ সালে 'গুড্ডি' ছবির গান গেয়ে। তাঁর কণ্ঠে বিখ্যাত 'হম কো মন কি শক্তি দেনা' এখনও মানুষের মনে টাটকা। এম এস বিশ্বনাথন, কে ভি মহাদেবন, চক্রবর্তী, ইলাইয়ারাজা, সত্যম প্রমুখ প্রথম সারির সঙ্গীত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি। 


আরও পড়ুন: Pathaan Box Office Collection: দশম দিনে ৪০০ কোটি ছুঁইছুঁই, বক্স অফিসে এখনও অব্যাহত 'পাঠান' ঝড়


ভারত সরকার, গত মাসে ঘোষণা করেন, বাণী জয়রাম যিনি ২০২১ সালে সঙ্গীতশিল্পী হিসেবে ৫০ বছর পূর্ণ করেছেন, তাঁকে 'পদ্মভূষণ' সম্মানে ভূষিত করা হবে। সঙ্গীত জগতে তাঁর অবদানের জন্যই এই সম্মান। 


৫২ বছরের এই কর্মজীবনে বাণী জয়রাম তামিল, হিন্দি, তেলুগু, মালয়লম, অসমীয়া, বাংলা ভাষায় গান গেয়েছেন।