মুম্বই: সিনেমায় রাজনৈতিক বিরোধের ঘটনা বর্তমানে আকছার ঘটছে। আর এ সব ক্ষেত্রে সংশ্লিষ্ট সিনেমার মুক্তির কয়েকদিন আগেই বিতর্ক তীব্র আকার ধারণ করে। ‘লালি কি শাদি মে লাড্ডু দিওয়ানা’ আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে। সিনেমায় দেখা যাবে কমল হাসানের মেয়ে অক্ষরা ও নাসিরুদ্দিন শাহর পুত্র বিভানকে। সেই সঙ্গে রয়েছেন গুরমীত চৌধুরী। কিন্তু মুক্তির আগেই সমস্যায় পড়েছে সিনেমাটি। সমস্যাটি হল সিনেমার একটি দৃশ্যে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-র আপত্তি। সিনেমায় অক্ষরা অভিনীত চরিত্রের অন্তঃসত্ত্বা অবস্থায় বিয়ে করার একটি দৃশ্য রয়েছে। ভিএইচপি-র আপত্তি এই দৃশ্যটি নিয়েই। তাদের বক্তব্য, এই দৃশ্য হিন্দুদের ভাবাবেগ আহত করতে পারে।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ভিএচপি সদস্যরা ছবির নির্মাতার অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়েছে। সিনেমা থেকে দৃশ্যটি সরানোর দাবিও জানিয়েছেন বিক্ষোভকারীরা।
যদিও ছবির নির্মাতারা ওই দৃশ্য বাদ দিতে রাজি নন। সহ-প্রযোজক টিপি আগরওয়াল জানিয়েছেন, ওই দৃশ্য বাদ দেওয়া হবে না। সেন্সর বোর্ড ইউ/এ শংসাপত্র দিয়েছে। সিনেমার একটি দৃশ্যও বাদ যায়নি।
সিনেমার পরিচালর মণীশ হরিশঙ্কর।
অক্ষরার সিনেমায় ‘অন্তঃসত্ত্বা’র বিয়ের দৃশ্যে আপত্তি, বিক্ষোভ ভিএইচপি-র
ABP Ananda, web desk
Updated at:
04 Apr 2017 12:49 PM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -