কলকাতা: ওয়ার্ল্ড চকোলেট ডে (World Chocolate Day)-তে তাঁরা বেছে নিলেন কফি, ফ্রেশ ক্রিম আর ফলের জলখাবার। এমনভাবেই কি প্রতিটা সকাল শুরু করেন ভিকি কৌশল (Vicky Kaushal) ও ক্যাটরিনা কইফ (Katrina Kaif)? সোশ্যাল মিডিয়ায় সুখী গৃহকোণের টুকরো ছবি শেয়ার করে নিলেন ক্যাটরিনা।
সোশ্যাল মিডিয়ায় আজ সকালে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন ক্যাটরিনা। যেখানে গোটা দুনিয়া মেতেছে চকোলেট দিবস উদযাপনে, তখন ক্যাটরিনা শেয়ার করে নিলেন, কেমন করে কাটে তাঁদের কফি-সকালগুলি! ক্যাটরিনা যে ছবি শেয়ার করেছেন, সেখানে ক্যাটরিনার দিকে তাকিয়ে হাসছেন ভিকি, আর ক্যাটরিনা মুখ লুকিয়েছেন স্বামীর মুখের আড়ালে।
আরব সাগরের তীর এখন ভিক্যাটের সুখী সংসার। একদিকে যেমন ছবির কাজ চলছে, তেমনই ঠিক একসঙ্গে 'কোয়িলিটি টাইম' বের করে নেন বলিপাড়ার জনপ্রিয় এই জুটি। বিয়ের আগে থেকেই ভিকি জানিয়েছিলেন, ক্যাটরিনাকে তাঁর ভাল লাগে। ক্রাশ। কিন্তু তিনি যে বিয়ে করতে পারবেন সেই ক্রাশকেই, এটা যেন ভাবতেই পারেননি কেউ। একসঙ্গে করেননি কোনও ছবিও। ভিকি ক্যাটরিনার বিয়ের খবরে তাই অবাক হয়েছিলেন অনেকেই।
আজ ক্যাটরিনার এই পোস্টে ভিকি মন্তব্য করেছেন, 'আমার দুনিয়া'। আর সেখানে এক অনুরাগী খুনসুটি করে ভিকির কাছে জানতে চেয়েছেন, 'ক্রাশকে বিয়ে করার উপায় বলো ভাই।' ভিকির থেকে অবশ্য এর কোনও উত্তর মেলেনি।
সম্প্রতি নিজের ছবির প্রচারের সময় দেওয়া একাধিক সাক্ষাৎকারে তাঁর আর ক্যাটরিনার বিবাহিত জীবন নিয়ে মুখ খুলেছেন ভিকি কৌশল। সেখানে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা জানান, সপ্তাহের একদিন ক্যাটরিনা একেবারে ভারতীয় গৃহবধূ হয়ে ওঠেন। সেদিন তিনি, বাড়ির সমস্ত কর্মচারীদের ডেকে নিয়ে, হিসেবের খাতা নিয়ে বসেন। ধরে ধরে যাবতীয় সংসারের হিসেব করেন তিনি। আর সেটা পপকর্ন হাতে নিয়ে বসে উপভোগ করেন ভিকি। নিজেদের বিয়েকে 'পরাঠা ওয়েডস প্যানকেক' বলেছেন ভিকি। কারণ পাঞ্জাবি পরিবারে বেড়ে ওঠা ভিকির প্রিয় খাবার পরোটা, অন্যদিকে ক্যাটরিনার পছন্দের জলখাবার প্যানকেক। তবে ভিকির মায়ের হাতের রান্না ক্যাটরিনা ভীষণ পছন্দ করেন বলেই জানিয়েছিলেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় বিয়ের পরে ভিকি শেয়ারও করে নিয়েছিলেন ক্যাটরিনার হাতের রান্নার ছবি। বিয়ের পরে ভিকি ও তাঁর পরিবারের জন্য ক্ষীর বানিয়েছিলেন ক্যাটরিনা।
আরও পড়ুন: Rakul Preet: মিটিয়ে দেয় সব সমস্যা! কোন খাবার ডায়েট ভোলায় রকুলপ্রীতকে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন