মুম্বই: মাঝে মাঝে তিনি যেন ভুলেই যান, তিনি বলিউডের নায়ক। তারকাদ্যুতি ভুলে তিনি মিশে যান সাধারণের সঙ্গে, মুহূর্তে জয় করে নেন মানুষের মন। আর আজ, সোশ্যাল মিডিয়ায় তিনি যে ভিডিওটি শেয়ার করে নিয়েছেন, সেখানে যেন ভিকি কৌশল (Vicky Kaushal) নয়, পাঞ্জাবি গানের নাচে মজেছেন এক কিশোর। 


সামনেই মুক্তি পাচ্ছে ভিকি কৌশল ও সারা আলি খান (Sara Ali Khan)-এর নতুন ছবি 'জ়রা হটকে জ়রা বাঁচকে' (Zara Hatke Zara Bachke)। আর সেই ছবির প্রচারেই ক্যামেরাবন্দি হল এক আবেগের মুহূর্ত। ভিকি যে পাঞ্জাবি গান ভালবাসেন, তা অজানা নয় তাঁর কোনও অনুরাগীরই। বিভিন্ন সময়, বিভিন্ন অনুষ্ঠানে তিনি জানিয়েছেন তাঁর পাঞ্জাবি গানের প্রতি ভালবাসার কথা। আর, ছবির প্রচারে এসে একটি বাচ্চার সঙ্গে পাঞ্জাবি গানের তালে মেতে উঠলেন নায়ক। বিশেষভাবে সক্ষম সেই কিশোরের হুইল চেয়ারের সামনেই হাঁটু গেড়ে বসে পড়লেন। তারপরে তার সঙ্গে জুড়ে দিলেন নাচ। সেই শিশুও দিব্যি তাল মেলালেন ভিকির সঙ্গে। অসমবয়সী দুজনের সঙ্গতে যেন সবাই আবেগে ভাসলেন। পাশে ছিলেন সারাও। তিনিও বসে পড়েছিলেন ওই কিশোরের চেয়ারের পাশেই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে নিয়েছেন ভিকি নিজেই। আর কমেন্টবক্সে চোখ রাখলেই দেখা যাচ্ছে, মানুষের ভালবাসার বার্তা।


আগামী ২ জুন মুক্তি পাবে সারা-ভিকির নতুন ছবি 'জ়রা হটকে জ়রা বাঁচকে' (Zara Hatke Zara Bachke)। আর এই ছবি মুক্তির আগেই আজমের শরিফে প্রার্থনা করতে গিয়েছিলেন বলিউডের এই দুই নায়ক নায়িকা। সেখানে গিয়ে তাঁরা ছবির প্রচার তো করলেনই, সেই সঙ্গে মিশে গেলেন স্থানীয়দের সঙ্গে। গ্রামের একটি দাওয়ায় বসে চাপাটি, আচার দিয়ে খাওয়া দাওয়া সারেন ভিকি ও সারা। প্রিয় তারকাকে তাঁদের মধ্যে পেয়ে মুগ্ধ অনুরাগীরাও। ভিকি-সারার সঙ্গে নিজেদের ছবি ফ্রেমবন্দি করতে তখন হুড়োহুড়ি সবার মধ্যে। আবার ভিকি সারার মুখে রান্নার প্রশংসা শুনে গান গেয়ে উঠলেন গৃহিনীরা। তাল মেলালেন ভিকি ও সারাও। 


এখানেই শেষ নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ভিকি ও সারার রাজস্থানে কেনাকাটি করার টুকরো টুকরো ভিডিও। কখনও তাঁরা পৌঁছলেন কাপড়ের দোকানে। কখনও আবার পাদুকা কিনতে ব্যস্ত হয়ে পড়লেন দুজনে। এমনকি সিনেমার ধাঁচেও সংলাপ বলেও মজা করলেন তাঁরা। 


আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?


আরও পড়ুন: Health Tips : প্রচণ্ড গরমেও হবে না সমস্যা, ঘুমানোর ১ ঘণ্টা আগে যদি নেন এই ব্যবস্থা