মুম্বই: সম্প্রতি ভিকি কৌশল অভিনীত ‘লাভ পার স্কোয়ার ফিট’ প্রদর্শিত হয়েছে বেজিং আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ। চিনে নিজের ছবির ভালো প্রতিক্রিয়া পেয়ে খুশি অভিনেতা। ভারতীয় ছবি যে চিনের দর্শকেরাও পছন্দ করছেন, তাতে উচ্ছসিত অভিনেতা।
এপ্রিলের ১৩ থেকে ২০ তারিখ অবধি বেজিং-এ প্রদর্শিত হয়েছে ‘লাভ পার স্কোয়ার ফিট’। ভিকি কৌশল বলেন, এটা খুব আনন্দের যে চিনের দর্শকেরাও ভারতীয় ছবি পছন্দ করছেন। ‘লাভ পার স্কোয়ার ফিট’ ছবির ঘটনা যে কোনও দেশের মানুষের কাছে ভীষণ বাস্তবসম্মত মনে হবে। এটাই ওই ছবির সাফল্যের অন্যতম কারণ।
একটি জনপ্রিয় ওয়েব প্লাটফর্ম-এ প্রথম মুক্তি পায় ‘লাভ পার স্কোয়ার ফিট’। ভিকি কৌশল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন, অঙ্গিরা ধর, রত্না পাঠক, সুপ্রিয়া পাঠক ও আরও অনেকে।
ছবিটি পরিচালনা করেছেন আনন্দ তেওয়ারি। তাঁর কথায়, ছবিটিতে যে সমস্যাগুলি তুলে ধরা হয়েছে তা যে কোনও শহরের যুবক যুবতীদের সমস্যা। দু’জন মানুষ তাদের স্বপ্নগুলো পূরণের জন্য একসঙ্গে থাকতে শুরু করেন আর সেখান থেকেই শুরু হয় ছবির গল্প। এই ছবি বেজিং আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে যে ভাবে দর্শকদের ভালোবাসা পেয়েছে তা আগামীদিনে তাদের উদ্বুব্ধ করবে বলেই জানিয়েছেন পরিচালক।
এবার চিনে পাড়ি দিল ভিকি কৌশল অভিনীত ‘লাভ পার স্কোয়ার ফিট’
Webdesk, ABP Ananda
Updated at:
28 Apr 2019 11:39 AM (IST)
সম্প্রতি ভিকি কৌশল অভিনীত ‘লাভ পার স্কোয়ার ফিট’ প্রদর্শিত হয়েছে বেজিং আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯-এ। চিনে নিজের ছবির ভালো প্রতিক্রিয়া পেয়ে খুশি অভিনেতা। ভারতীয় ছবি যে চিনের দর্শকেরাও পছন্দ করছেন, তাতে উচ্ছসিত অভিনেতা।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -