মুম্বই: মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়ির সামনে সদ্য কেনা বিএমডব্লু আই৮ নিয়ে বেরিয়েছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। হঠাত্ করেই এক গৃহহারা মহিলা গাড়ির সামনে এসে পড়লেন। শাহরুখ সঙ্গে সঙ্গে চালককে গাড়ি থামাতে বলেন। গাড়ির গতি খুব একটা বেশি ছিল না। ব্রেক কষতেই দাঁড়িয়ে পড়ে গাড়ি। চালকের আসনে শাহরুখ ছিলেন কিনা, তা স্পষ্ট নয়। ওই মহিলা গাড়ির বনেটে শুয়ে পড়ার চেষ্টা করেন। পরে জানালার সামনে এসে শাহরুখকে কিছু বলার চেষ্টাও করেন।
বলিউড অভিনেতার দেহরক্ষীরা বিভিন্ন দিক থেকে এসে ওই মহিলাকে সরিয়ে দেন। সমগ্র ঘটনাটি ভিডিওতে ধরা পড়েছে।
গাড়িরটির হরিয়ানার নম্বর প্লেট রয়েছে। গুরগাঁও-এর একটি শোরুম থেকে গাড়িটি কেনা হয়েছে বলে জানা গিয়েছে। গত সপ্তাহে গাড়িটি শাহরুখের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ওই গাড়িটির দাম ২.৭৮ কোটি টাকা বলে জানা গেছে।