নয়াদিল্লি:  প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের দিলবার গানের তালে হট বেলি ডান্সের এই ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। সুস্মিতার নাচ চাপে ফেলে দিতে পারে বেলি ডান্সে দক্ষ নোরা ফতেহিকেও।

 

নিজেরই গান 'দিলবর'-এর রিমেকে নেচেছেন সুস্মিতা।