‘অজেয় বিজেপি’ স্লোগান, ২০১৪-র চেয়েও বেশি আসন জিতে ২০১৯-এ কেন্দ্রে ক্ষমতায় ফেরাতে হবে দলকে, অমিত শাহের বৈঠকে সিদ্ধান্ত
Web Desk, ABP Ananda | 08 Sep 2018 01:27 PM (IST)
নয়াদিল্লি: ২০১৪-র চেয়েও বড় সাফল্যের সঙ্গে ২০১৯-এ কেন্দ্রে বিজেপিকে ক্ষমতায় ফেরানোর ডাক দিল দলের শীর্ষ নেতৃত্ব। বিজেপি সভাপতি অমিত শাহের পৌরহিত্যে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে ‘অজেয় বিজেপি’ স্লোগান গৃহীত হয়েছে। বৈঠকে হাজির ছিলেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্যরা, দলের প্রতিটি রাজ্য শাখার সভাপতিরাও। সূত্রের খবর, সেখানে আলোচনার পর ঠিক হয়েছে যে, ২০১৪-য় বিজেপি একার শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, যা দেশের নির্বাচনী রাজনীতির ইতিহাসে প্রথম ঘটনা ছিল। কিন্তু ২০১৯-এর আসন্ন সাধারণ নির্বাচনে আরও বড় জয় চাই। আরও বেশি আসন জিতে কেন্দ্রে দলকে ক্ষমতায় ফের বসাতে হবে। বিজেপি ২০১৪-র তুলনায় বেশি আসন জিতে ক্ষমতায় প্রত্যাবর্তনের ব্যাপারে আত্মবিশ্বাসী বলে দাবি করেছে সূত্রটি। পাশাপাশি এও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, সামনে যে ৫টি রাজ্যে বিধানসভা ভোট, সেখানেও দলের জয় সুনিশ্চিত করা হবে, আলাদা করে জোর দিতে হবে তেলঙ্গানায়। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের সঙ্গেই তেলঙ্গানায়ও বিধানসভা নির্বাচন হতে চলেছে বলে খবর। আজ অমিত শাহ দলের পদাধিকারীদের বৈঠকের সূচনা করেন, তারপর হবে বিজেপি জাতীয় কর্মসমিতির ২ দিনের বৈঠক।