মুম্বই: তাঁর কেরিয়ার শুরু হয়েছিল ছোটপর্দা থেকে। এরপরে, প্রথম বড়পর্দায় পা বাংলা ছবির হাত ধরে। কিন্তু কখনও সহজ ছিল না বিদ্যা বালনের (Vidya Balan)-এর ফিল্ম কেরিয়ারের সফর। প্রথম দক্ষিণী ছবির শ্যুটিং শেষ করেও সেই ছবি বাতিল হয়ে যাওয়ার কারণে, তাঁর গায়ে অশুভ তকমা সেঁটে দেওয়া হয়েছিল। বলিউডে তাঁর প্রথম ছবি 'পরিণীতা' (Parineeta) সাফল্য পেলেও, বিদ্যার পক্ষে সেই ছবিতে সুযোগ পাওয়াও সহজ ছিল না। 


বাংলা ছবি 'ভাল থেকো'(Bhalo Theko) -তে ডেবিউ করার পর বিদ্যা বালান 'পরিণীতা'  ছবির জন্য অডিশন দেন পরিচালক প্রদীপ সরকারের সুপারিশে। যদিও প্রযোজক বিধু বিনোদ চোপড়া তৎকালীন এক তাবড় অভিনেত্রীকে ‘পরিণীতা’-র ললিতার চরিত্রে কাস্ট করতে চেয়েছিলেন। সেই অভিনেত্রী আর কেউ নন, ছিলেন ঐশ্বর্য্য রাই বচ্চন (Aishwariya Rai Bacchan)। তিনি নতুন অভিনেত্রী বিদ্যাকে ললিতার চরিত্রে নিতে নারাজ ছিলেন। ততদিনে আবার বিদ্যার গায়ে লেগে গিয়েছে ‘অশুভ’ তকমা!


কি করে? শোনা যায়, মুম্বই বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বে স্নাতকোত্তর পড়ার সময় বিদ্যা বালনের কাছে মালয়ালি তারকা মোহনলালের বিপরীতে প্রধান চরিত্রে অভিনয়ের অফার আসে। ছবিটির নাম ছিল, 'চক্রম'। শ্যুটিংয়ের প্রথম দফার কাজ শেষ করেন অভিনেত্রী। সেইসময়ে, একইসঙ্গে প্রায় এক ডজন ছবিতে সই করেন তিনি। কিন্তু তারপর প্রযোজনার কোনও সমস্যার কারণে 'চক্রম'-এর কাজ বন্ধ হয়ে যায়, ও বিদ্যার গায়ে 'অশুভ' তকমা সেঁটে দেওয়া হয়। তাঁর একমাত্র সম্পূর্ণ শেষ করা মালয়লম ছবি 'কলরি বিক্রমণ'  কিন্তু সেই ছবিও মুক্তি পায়নি। 


শুধু মালয়ালি ছবিই নয়, তামিল ছবিতেও পা জমাতে পারেননি বিদ্যা। একাধিক সম্মানীয় কাজ তাঁর হাতে আসে, যার মধ্যে মাধবনের 'রান'  অন্যতম। এই ছবি ব্লকবাস্টার হিট হয়। কিন্তু ছবি থেকে বিদ্যাকে সরিয়ে দেওয়া হয়,  এবং তাঁর বদলে মীরা জ্যাসমিনকে সুযোগ দেওয়া হয়। এরপর 'বালা'  ছবি থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয় ও তার বদলে মীরা জ্যাসমিনকে সুযোগ দেওয়া হয়। এরপর 'মানাসসেল্লম' ছবিতেও তাঁকে নিয়ে পরে তৃষাকে নেওয়া হয় তাঁর বদলে।


সম্ভবত এই ইতিহাসের কারণেই বিদ্যাকে ছবিতে নিতে রাজি হননি বিধু বিনোদ। কিন্তু প্রদীপ সরকারের ভরসা ছিল বিদ্যার অভিনয় দক্ষতার ওপর। তিনি বারে বারে বিধু বিনোদ চোপড়াকে বোঝাতে থাকেন ছবিতে বিদ্যাকে নেওয়ার জন্য। শেষে, প্রায় ৬ মাস ধরে বিদ্যা বালানের একাধিক অডিশন ও স্ক্রিন টেস্টের পর প্রযোজক রাজি হন তাঁকে ললিতার চরিত্রে নিতে। এই ছবিই বিদ্যার থেকে ঘুঁচিয়েছিল 'অশুভ' তকমা। বলিউডের ইতিহাসে বক্সঅফিসে অন্যতম সফল ছবি ছিল পরিণীতা।


আরও পড়ুন: Jawan's New Poster: প্রতীক্ষার অবসান, এবার প্রকাশ্যে এল 'জওয়ান' ছবিতে বিজয় সেতুপতির লুক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial