মুম্বই : চুপি চুপি প্রেমিকার সঙ্গে বাগদান সেরে ফেললেন 'কম্যান্ডো' অভিনেতা বিদ্যুৎ জামওয়াল (Vidyut Jammwal)। প্রেমের নিদর্শন তাজমহলকে (Tajmahal) সাক্ষী রেখে তোলা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পরই অভিনেতার বাগদানের খবর সামনে এসেছে।
অনেকদিন ধরেই ফ্যাশন ডিজাইনার নন্দিতা মোহতানির সঙ্গে বিদ্যুৎ জামওয়ালের সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। তাঁরা যে একে অপরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছিল। কিন্তু দুজনের কেউই কখনও নিজে মুখে তাঁদের সম্পর্কের কথা স্বীকার করেননি। অবশেষে সেই গুঞ্জন সত্যি প্রমাণিত হল। দীর্ঘদিনের বান্ধবী নন্দিতা মোহতানির সঙ্গে বাগদান সেরে ফেললেন বলিউডের অ্যাকশন নায়ক বিদ্যুৎ জামওয়াল। সম্প্রতি অভিনেতার এক ফ্যানক্লাবের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় বাগদানের ছবি পোস্ট করা হয়। যেখানে দেখা যাচ্ছে, তাজমহলকে পিছনে রেখে বান্ধবী নন্দিতার হাতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেতা। বান্ধবীর আঙুলে জ্বলজ্বল করছে বাগদানের হিরের আংটি।
বিদ্যুৎ জামওয়ালের বাগদানের ছবি দেখে নেটিজেনরাও কমেন্টে ভরিয়ে দিয়েছেন। অভিনেতাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। আবার অনেকেই বিশ্বাস করতে পারছেন না বলে জানতেও চেয়েছেন যে, এটা কি সত্যি ঘটনা? অভিনেত্রী নেহা ধুপিয়া, যিনি নিজেও দ্বিতীয়বার মা হতে চলেছেন, তিনিও অভিনেতাকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'সবথেকে ভালো খবর'। যদিও এখনও পর্যন্ত বিদ্যুৎ জামওয়াল বা তাঁর বান্ধবী নন্দিতা মোহতানির পক্ষ থেকে বাগদান প্রসঙ্গে কোনও মতামত প্রকাশ করতে দেখা যায়নি। তবে, তাজমহলের সামনে তোলা যুগলের ছবি দেখে নেট নাগরিকরা অবশ্যই সবটাই বুঝে নিয়েছেন।
প্রসঙ্গত, অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের বান্ধবী নন্দিতা মোহতানিও বলিউডে পরিচিত নাম। ফ্যাশন ডিজাইনার হিসেবে বলিউডে তাঁর বেশ ভালো পরিচিতি রয়েছে। অভিনেতার সঙ্গেও তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। সম্প্রতি দুজনেই তাজমহলে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই তাঁদের তোলা ঘনিষ্ট ছবি সোশ্যাল মাধ্যমে আসার পরই বাগদানের খবর আরও স্পষ্ট হয়েছে।