মুম্বই: শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি 'জওয়ান'কে (Jawan) কেন্দ্র করে প্রতি নিয়তই উচ্ছ্বাস বাড়ছে। পরিচালক অ্যাটলির এই ছবি মুক্তি পাবে আগামী বছর। কিন্তু ইতিমধ্যেই ছবিকে ঘিরে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। চলতি বছরের শুরুর দিকেই জানা যায় অ্যাটলির পরিচালনায় ছবিতে অভিনয় করতে চলেছেন কিং খান। কিন্তু তখনও পর্যন্ত কোনও অফিশিয়ালি ঘোষণা হয়নি। কিছুদিন আগেই কিং খান তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি পোস্টার ও টিজার শেয়ার করেন। ফার্স্ট লুকে দেখা যায় মুখে ব্যান্ডেজ বাঁধা রয়েছে শাহরুখ খানের। আজ জানা গেল এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে কাকে।


আরও পড়ুন - Karan Johar: এই কাজে অক্ষম তিনি, এতদিনে নিজের গোপন কথা জানালেন কর্ণ জোহর


দীর্ঘ বিরতি কাটিয়ে পর্দায় ফিরছেন শাহরুখ খান। তাঁকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' ছবিতে। বিপরীতে দেখা যায় দুই নায়িকাকে। অনুষ্কা শর্মা ও ক্যাটরিনা কাইফের সঙ্গে কিং খানের 'জিরো' বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়। তারপর দীর্ঘ সময় পর্দায় দেখা যায়নি অভিনেতাকে। অবশেষে ফিরতে চলেছেন তিনি। কিন্তু যেহেতু তাঁর নাম শাহরুখ খান, তাই তাঁর কামব্যাককে কেন্দ্র করে দর্শক ও অনুরাগীদের উন্মাদনা বেশি থাকবে এটাই স্বাভাবিক। ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবির ঘোষণা করেছেন শাহরুখ খান। উত্তেজনা বাড়াচ্ছে তাঁর আগামী ছবি 'জওয়ান'। জানা গিয়েছে, এই ছবি হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, মালায়লম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।


'জওয়ান' ছবিতে খলনায়কের ভূমিকায় কে?


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে যে, শাহরুখ খানের 'জওয়ান' ছবিতে খলনায়কের চরিত্রে থাকতে চলেছেন দক্ষিণের জনপ্রিয় তারকা বিজয় সেতুপতি (Vijay Setupathi)। মুম্বইয়ে এসে শীঘ্রই এই ছবির শ্যুটিংয়ে যোগ দিতে চলেছেন তিনি। এর আগে এই ছবির ভিলেনের চরিত্রের জন্য প্রস্তাব যায় রানা ডগ্গুবাটির কাছে। কিন্তু তাঁর হাতে একাধিক ছবির কাজ থাকার কারণে তিনি করতে পারছেন না বলে জানা যায়। প্রসঙ্গত, পরিচালক অ্যাটলির 'জওয়ান' ছবিতে থাকতে চলেছেন নয়নতারাও। তিনিও দক্ষিণের জনপ্রিয় নায়িকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট হয়, যেখানে দেখা যায় বিজয় সেতুপতির প্রশংসায় পঞ্চমুখ কিং খান। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।