মুম্বই: বলিউডের বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলের (Vikram Gokhale) শারীরিক অবস্থা নিয়ে নেট দুনিয়া তোলপাড়। গত বেশ কিছুদিন ধরে তিনি পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি রয়েছেন। আগেই অভিনেতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছে তাঁর। পাশাপাশি তাঁকে ভেন্টিলেশনেও রাখা হয়েছে। শারীরিক অবস্থা সঙ্কটজনক হলেও তিনি জীবিত রয়েছেন। কিন্তু একাধিকবার তাঁর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন মাধ্যমে দাবি করা হতে থাকে যে, প্রয়াত হয়েছেন বিক্রম গোখলে। আসলে এই খবর একেবারেই ভুয়ো। তারইমাঝে হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হল যে, বর্তমানে কেমন আছেন অভিনেতা।


কেমন আছেন বিক্রম গোখলে?


এদিন পুনের দীননাথ মঙ্গেশকর হাসপাতালের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয় বর্ষীয়াম অভিনেতা বিক্রম গোখলের শারীরিক অবস্থাকে কেন্দ্র করে। আগেই অভিনেতার পরিবারের লোকেরা জানিয়েছিলেন যে, বিক্রম গোখলের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছে। বর্তমানে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অভিনেতা চোখ খুলেছেন। তাঁর শারীরিক অবস্থার উন্নতিও হয়েছে। চিকিতসকেরা আশা করছেন যে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে ভেন্টিলেশন থেকে বের করা হতে পারে। তাঁর রক্তচাপ এবং হৃদস্পন্দনও স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।



আরও পড়ুন - Saurav Das: ঐন্দ্রিলা চলে যাওয়ার পর কেমন আছেন সব্যসাচী? নিজের পোস্টে জানালেন সৌরভ দাস


প্রসঙ্গত, বুধবার রাতে ফের বিক্রম গোখলের ভুয়ো মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। অভিনেতার পরিবার এবং বন্ধুদের পক্ষ থেকে জানানো হয় যে, খবরটি একেবারেই সঠিক নয়। বিক্রম গোখলের পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি এক বিবৃতিতে জানান যে, 'গত ২৪ ঘণ্টা ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন বিক্রম গোখলে। তাঁর একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছে। ডাক্তারেরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তাঁকে সুস্থ করে তোলার জন্য। এটাই এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি।'