কলকাতা: একটা দিন ওদের জন্য বিশেষ আয়োজন। কলকাতার রাস্তায় ওদের জন্য বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) যেন সান্তাক্লজ। রাস্তার কুকুর-বেড়ালদের জন্য খাবার বিতরণ করলেন অভিনেতা। সেই সঙ্গে শেয়ার করে নিলেন নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা।


সামনেই মুক্তি পাবে তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee)-র পরিচালিত 'পারিয়া', আর সেই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন বিক্রম। এই ছবিতে তুলে ধরা হবে পথ-কুকুরদের পরিস্থিতি, তাদের খারাপ-থাকার কথা। ২৫ ডিসেম্বরের আগে, বিক্রম তাঁর টিম নিয়ে নেমে পরেছিলেন পথে। রাস্তার কুকুরদের একটা দিন ভাল করে খাওয়া-দাওয়া করানোর জন্য।


বিক্রম লিখছেন, 'আমার মা আর বোন গত ১৫ বছর ধরে নিয়মিতভাবে এই কাজটা করে চলেছে। আমি কেবল আমার খুব সীমিত সাধ্যের মধ্যে ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করলাম। সাহায্য করার চেষ্টা করলাম। টিম পারিয়ার সঙ্গে এই কাজটা করে ভীষণ ভাল লাগছে। এখন বুঝি মা আর মৌয়ের ঠিক কতটা ভাল লাগা কাজ করে। সবারইকে অনেক ধন্যবাদ।'


পথকুকুরদের গল্প বলে 'পারিয়া'। তথাগত পোষ্যপ্রেমী এই কথা কারও অজানা নয়। শুধু বিদেশি পোষ্য নয়, তথাগত পথকুকুরদের জন্যও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সবসময়, তাঁদের জন্য বিভিন্ন সময়, বিভিন্ন কাজ করেছেন তিনি। আর সেই ভালবাসা থেকেই 'পারিয়া'-র পরিকল্পনা। ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee), অঙ্গনা রায় (Angana Roy) ও শ্রীলেখা মিত্র (Shreelekha Mitra), সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee) ও অম্বরীশ ভট্টাচার্য্য (Ambarish Bhattacharyya)-কে। 


সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষের দিনের ছবি পোস্ট করে তথাগত লিখেছিলেন, 'অবশেষে পারিয়ার শ্যুটিং শেষ। গত এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সবাই যতটা ঘাম ঝরিয়েছে, তাতে রক্তও মিশে আছে খানিকটা। সিনেমার ব্যক্তিগত শব্দটা সর্বজনীন হয়ে গিয়েছে ভাঙা হাড়, চিৎকার আর অনেকটা জমে থাকা রাগে। "ওদের" লড়াইটা কখন সবার হয়ে গেল, টের পাওয়ার আগেই শুটিং শেষ। কাউকে ধন্যবাদ দেওয়ার নেই, শুধু নীরব প্রতিশোধের অঙ্গীকার থাকল গোটা পারিয়া টিমের তরফে। সময়ের চেয়ে আদিম আততায়ী বোধহয় আর কেউ নেই।'