কলকাতা: 'কাঁটা লগা' খ্যাত শেফালি জরিওয়ালা (Shefali Jariwala) প্রয়াত হয়েছেন অকালেই। মাত্র ৪২ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেন জনপ্রিয় এই অভিনেত্রী। শেফালীর মৃত্যুতে শোকাহত গোটা বলিউড। 'কাঁটা লগা' গানটির মিউজিক ভিডিওটার মাধ্যমে শেফালি প্রথম পরিচিতি লাভ করেন। শেফালির মৃত্যুর পর শোনা যাচ্ছিল, 'কাঁটা লগা'-র সিক্যুয়েল তৈরি হতে পারে। এই খবর নিয়ে সম্প্রতি গানের নির্মাতারা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। গানটি পরিচালনা করেছিলেন রাধিকা রাও (Radhika Rao) এবং বিনয় সাপ্রু (Vinay Sapru)। সদ্য নির্মাতা জানিয়েছেন, এই গানের সিক্যুয়াল নিয়ে কী ভাবছেন তাঁরা?
'কাঁটা লগা' নিয়ে কী জানালেন নির্মাতারা?
রাধিকা রাও এবং বিনয় সাপ্রু একটি যৌথ বিবৃতি শেয়ার করেছেন। যেখানে শেফালিকে স্মরণ করে তাঁরা লিখেছেন, 'গতকাল একটি প্রার্থনা সভা ছিল। শেষ বিদায়... সঙ্গে আমাদের প্রথম ফটো সেশন 'কাঁটা লগা'-র জন্য। তুমি সবসময় বলেছিলে যে, তুমি শুধু 'কাঁটা লগা গার্ল' হয়েই থাকতে চাও। তাই আমরা কখনও সিক্যুয়েল বানাইনি। আর আমরা কখনও বানাবও না। আমরা 'কাঁটা লগা' গানটি নিয়ে আর কোনও কাজ করব না। এটা সবসময় তোমার ছিল। এটা সবসময় তোমারই থাকবে... শেফালি... ভালো থেকো।'
কীভাবে অফার এসেছিল শেফালির কাছে?
সত্তরের দশকের ‘সমৃদ্ধি’ ছবির এই গানটি নতুন করে তৈরি হয়েছিল ২০০২ সালে। তুমুল জনপ্রিয় হয়ে যায় সেই রিমেক। রিমেক গানের ভিডিওতেই দেখা মিলেছিল শেফালি জরিওয়ালার। রাতারাতি তিনি চলে আসেন চর্চার কেন্দ্রে। বিনোদন দুনিয়া তোলপাড় হয়ে যায় নতুন এই নায়িকাকে নিয়ে। তাঁকে অন্যতম সম্ভাবনাময় নায়িকা বলা হত। কিন্তু খুব অদ্ভুতভাবে, নিজেকে এরপরেই গ্ল্যামার দুনিয়া থেকে সরিয়ে নিয়েছিলেন 'কাঁটা লগা গার্ল'। শেফালি সেই সময়ে কলেড়ে পড়াশোনা করতেন। তিনি বন্ধুদের সঙ্গে ঘুরছিলেন, সেই সময়েই শেফালিকে দেখেন বিনয় সাপ্রু ও রাধিকা রাও। তখন শেফালির কাছে গিয়ে তাঁরা অভিনয়ের কথা বলেন। শেফালির পরিবারের কেউ কখনও অভিনয় করেননি। তবে শেফালির সেই সময়ে টাকার দরকার ছিল। হাতখরচের জন্য টাকা পাবেন সেই কারণেই তিনি রাজি হয়ে গিয়েছিলেন। তবে এই মিউজিক ভিডিও বদলে দেয় তাঁর জীবন।