মুম্বই: পরিচালক বিপুল অম্রুতলাল শাহ এবার তাঁর 'কমান্ডো' ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আসতে চলেছেন ওয়েব সিরিজে। পরিচালক প্রযোজক এই সিরিজের জন্য জুটি বাঁধবেন জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে। নির্মাতারা ঘোষণা করেন সোমবার। প্রেস বিবৃতি অনুযায়ী, আসন্ন এই অ্যাকশন থ্রিলার সিরিজে অভিনয় করবেন নবাগত প্রেম।


'কম্যান্ডো' এবার ওয়েব সিরিজে, ঘোষণা নির্মাতাদের


জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি 'কমান্ডো' এবার হাজির হবে ওয়েব সিরিজ আকারে। সিরিজের স্রষ্টা, পরিচালক, প্রযোজক বিপুল শাহ বলেন, 'কমান্ডো আসলে একজন স্বপ্নদর্শী নায়ক এবং তার সাহসিকতা, দেশপ্রেম এবং ভ্রাতৃত্বের যাত্রার গল্প।' বিবৃতিতে শাহ আরও বলেন, 'পাওয়ার-প্যাকড অ্যাকশন ও ড্রামা ঘরানার 'কমান্ডো' নিশ্চিতভাবে দর্শককে বুঁদ করবে। কমান্ডোর ভূমিকায় প্রেমকে বেছে নেওয়া ছিল একটি অবিশ্বাস্য যাত্রা যা আমরা শুরু করেছিলাম। ও অত্যন্ত প্রতিভাবান এবং চরিত্রের মধ্যে খুব সহজেই প্রবেশ করেছে। তাছাড়াও ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে আবার কোলাবোরেট করা দারুণ অভিজ্ঞতা ছিল।'


'সানশাইন পিকচার্স প্রাইভেট লিমিটেড' প্রযোজিত এই ওয়েব সিরিজে প্রেম ডেবিউ করছে মুখ্য চরিত্রে, সেই সঙ্গে দেখা যাবে আদাহ্ শর্মা, বৈভব তত্ত্বওয়াদি, শ্রেয়া সিংহ চৌধুরী, অমিত তিগমাংশু ধুলিয়া, সিয়াল, মুকেশ ছাবড়া, ইশতায়েক খানকে। 


 






প্রসঙ্গত, 'কমান্ডো' ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি 'কমান্ডো: এ ওয়ান ম্যান আর্মি'তে মুখ্য চরিত্রে অভিনয় করেন বিদ্যুৎ জামওয়াল। সেই ছবি মুক্তি পায় ২০১৩ সালে। এরপর এই সিরিজের আরও দুটো ছবি মুক্তি পায়। ২০১৭ সালে মুক্তি পায় 'কমান্ডো ২: দ্য ব্ল্যাক মানি ট্রেইল' ও ২০১৯ সালে মুক্তি পায় 'কমান্ডো ৩'। 


আরও পড়ুন: SOTY 3: ওয়েব সিরিজে আসছে কর্ণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩', মুখ্য ভূমিকায় শানায়া, খবর সূত্রের


উল্লেখ্য, ডিজনি প্লাস হটস্টারের সঙ্গে হাত মিলিয়েছেন কর্ণ জোহরও, খবর এমনই। শোনা যাচ্ছে পরিচালকের জনপ্রিয় 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ফ্র্যাঞ্চাইজি নিয়েও এবার ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে সিরিজ। তৈরি হবে 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ৩' যেখানে মুখ্য চরিত্রে দেখা যেতে পারে শানায়া কপূরকে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial