সারা আলি খান ও কার্তিক আরিয়ান। 'লাভ আজকাল' ছবির সিক্যুয়েলের প্রচারে এখন ভীষণ ব্যস্ত দুজনে। অন্যদিকে কার্তিক-সারার সম্পর্কের সমীকরণ চর্চাও চলছে বলিউডে। এরই মধ্যে 'লাভ আজকাল'-এর জনপ্রিয় থিম মিউজিকে নাচলেন দুজনে। শুধু নাচ নয়, রীতিমতো ব্যালেন্সের খেলায় মাতলেন যুগলে। চামচের উপর বসালো পাতিলেবু। তাই নিয়ে দিব্য পা ও কোমর দুলিয়ে নাচ। কে জিতে গেলেন? নিজেই দেখে নিন। সামনেই মুক্তি পাবে তাঁদের ছবি 'লাভ আজ কাল'। আর সেই জন্য দুজনেই এখন ব্যস্ত প্রোমোশনে। প্রচার নিয়ে নানারকম এক্সপেরিমেন্ট চালাচ্ছেন তাঁরা। আর এখন তো সোশ্যাল মিডিয়াই প্রচারের অন্যতম মাধ্যম। তাই কার্তিক -সারা দুজনেই ভীষণ সক্রিয় সোশ্য়াল মিডিয়ায়। কার্তিক এই ভিডিও পোস্ট করে লিখেছেন, "ডু ইট উইথ আ ট্যুইস্ট"। ছবি মুক্তি পাবে ১৪ই ফেব্রুয়ারি।

Continues below advertisement