মুম্বই:  সমস্ত বিতর্ক সরিয়ে রেখে এইমুহূর্তে কঙ্গনা রানাউত ব্যস্ত রয়েছেন তাঁর বর্তমান ছবি মণিকর্ণিকার শ্যুট নিয়ে। এই ঐতিহাসিক ছবিটি ঝাঁসির রানি লক্ষ্ণীবাঈয়ের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে। সেই ছবির শ্যুটিং সেট থেকে ভাইরাল হল লক্ষ্ণীবাঈ রূপী কঙ্গনার ছবি। ছবিতে যোদ্ধার সাজে দেখা যাচ্ছে কঙ্গনাকে। ছবিটি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন কঙ্গনার একটি ফ্যানক্লাব।






ছবিতে কঙ্গনাকে দেখা যাচ্ছে যোদ্ধার পোশাকে, তরবারি হাতে, মাথায় পাগরি পরে এবং গায়ে অসাধারণ কিছু গয়না রয়েছে অভিনেত্রীর। টিম মণিকর্ণিকার তরফে জানানো হয়েছে, তাঁরা এইমুহূর্তে জয়পুরের অ্যাম্বার দূর্গে শ্যুটিং করছেন। মণিকর্ণিকা:দ্য কুইন অফ ঝাঁসি ছবিটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করছেন কে.বিজয়েন্দ্র প্রসাদ। এর আগে তাঁর লেখা চিত্রনাট্যেই বেশ কয়েকটি ব্লকবাস্টার ছবি উপহার পেয়েছে দর্শকরা। তারমধ্যে রয়েছে বাহুবলী সিরিজ এবং বজরঙ্গি ভাইজান-এর মতো ছবিও। এই পিরিয়ড ড্রামাটি মূলত ঝাঁসির রানি লক্ষ্ণীবাঈয়ের জীবন অবলম্বনে তৈরি হচ্ছে। ১৮৫৭ সালের সিপাই বিদ্রোহে তাঁর অনস্বীকার্য ভূমিকা ছিল।

 




কয়েক মাস আগে কঙ্গনার এক ফ্যান ক্লাব লক্ষ্ণীবাঈ রূপী কঙ্গনার একটি স্কেচ প্রকাশ করেন। জুলাইয়ে একটি তরবারির লড়াইয়ের দৃশ্যের শ্যুট করতে গিয়ে গুরুতর জখম হন নায়িকা। সেসময় তাঁর কপালে ১৫টি স্টিচ করতে হয়। তবে এই আঘাত সম্পর্কে পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে কঙ্গনা বলেন, প্রথমে তিনি সেলাইয়ের দাগ নিয়ে কিছুটা অস্বস্তিতে থাকলেও, ছবির সদস্যরাই বলেন, এটা চরিত্রকে আরও বাস্তব রূপ দিয়েছে। ওই দাগ দেখে মনে হচ্ছে মণিকর্ণিকা যেন পেশওয়া টিকা পরে রয়েছেন তাঁর কপালে। প্রসঙ্গত, তাঁর বাস্তবে রক্তাক্ত মুখ তাঁকে যোদ্ধার চরিত্রের সঙ্গে আরও একাত্ম করে দিয়েছে।

এই ছবির জন্যে ঘোড়ায় চড়া এবং তরবারি লড়াইয়ের জন্যে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন কঙ্গনা। আগামী বছর এপ্রিলে ছবিটির পর্দায় মুক্তি পাওয়ার কথা।