মুম্বই:  সামনেই রয়েছে প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেনের ৪২ তম জন্মদিন। জন্মদিনে প্রাক্তন বিশ্বসুন্দরী নিজেকে কি উপহার দিতে চলেছেন জানেন?  সুস্মিতা এখন মজেছেন অ্যাবস তৈরিতে। নিজের সেই অ্যাবস তৈরির ছবি শেয়ারও করেছেন ইন্সটাগ্রাম পেজে।

সম্প্রতিই শারজা গিয়েছিলেন সুস্মিতা। সেখানকার কাজ শেষে ফের তিনি ফিরেছেন তাঁর নতুন বডি বিল্ডিংয়ের নেশায়। সেই জন্যেই নিজের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে বিশ্বসুন্দরী লিখেছেন, সমস্ত ট্র্যাভেল শেষ করে অবশেষে নিজের জন্মদিনের আগে ফের শরীর তৈরির নেশায় মেতেছি। যদিও অনেকে মনে করছেন এটা ৪২ সম্ভব নয়। কিন্তু এপ্রসঙ্গে সুস্মিতার মত, মাই বডি......মাই রুলস। তিনি তাঁর নিজের শরীর এবং মুখ নিয়ে যা ইচ্ছে করতেই পারেন, কারণ এটা সম্পূর্ণ ভাবে তাঁর ব্যক্তিগত। তিনি নিজে সেটা অর্জন করেছেন, কারও মতামতের প্রয়োজন নেই।

দেখব সুস্মিতার কিছু ছবি





 



 


 



এদিকে নিজের মেয়েদেরও অন্যভাবে মানুষ করছেন সুস্মিতা।সেরকমই এক ছবি নিজের ইন্সটা পেজে দিয়েছেনও। তাঁর ছোট মেয়ে মুম্বইয়ের মিশনারিজ অফ চ্যারিটির অনাথ বাচ্চাদের সঙ্গে কাটাচ্ছে তার দিওয়ালি