নয়া দিল্লি: বড়দিনে (Christmas) পারিবারিক অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন রণবীর কপূর (Ranbir Kapoor), এমনই অভিযোগ উঠল অভিনেতার বিরুদ্ধে। থানায় অভিনেতার নামে অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি।  


কেন? 


সম্প্রতি রণবীর কপূর এবং তাঁর পরিবারের অন্য সদস্যরা বড়দিন উদযাপন করেছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমস্যায় পড়েছেন রণবীর। 'অ্যানিমাল'-এর তারকার বিরুদ্ধে হিন্দু ভাবাবেগকে আঘাত করার অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বইয়ের ঘাটকোপার থানায়। কপূর পরিবারের বিরুদ্ধে আইপিসির ২৯৫, ৫০৯ এবং ৩৪ ধারায় এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন এক ব্যক্তি ।


এই অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় দীননাথ তিওয়ারি। অভিযোগে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, কেকের উপর মাদক (মদ) ছিটিয়ে এবং আগুন জ্বালিয়ে ইচ্ছাকৃতভাবে হিন্দু দেব-দেবীদের আহ্বান জানানো হয়েছে 'জয় মাতা দি'-পাঠ করে। 


আরও পড়ুন, জনসমক্ষে আসার পরদিনই ঘুমন্ত অবস্থায় ক্যামেরাবন্দি রাহা, মা-বাবার সঙ্গে ছুটি কাটাতে কোথায় পাড়ি?


কী অভিযোগ? 


অভিযোগে বলা হয়েছে, রণবীর কপূর তাঁর পুরো পরিবারের সঙ্গে বড়দিন পালন করেছেন। এ সময় তার পরিবারের বড়দের পাশাপাশি শিশুরাও উপস্থিত ছিল। এই ভিডিওতে একটি কেকের ওপর মদ ঢেলে দেওয়া হয়। তারপর রণবীর কপূর 'জয় মাতা দি' বলার পর তাতে আগুন ধরিয়ে দেন। রণবীর কপূর 'জয় মাতা দি' বলার সঙ্গে সঙ্গে পরিবারের বাকি সদস্যরাও 'জয় মাতা দি' বলেন। অভিযোগে বলা হয়েছে, হিন্দু ধর্মে সবাই অগ্নি প্রজ্বলনের পাশাপাশি হিন্দু দেব-দেবীর আরাধনা করে আর এই ভিডিও তাঁর অপমান।                                                                 


হিন্দু ধর্মে কোনো দেব-দেবীকে আহ্বান করার আগে অবশ্যই অগ্নিদেবতাকে আহ্বান করা হয়। এই তথ্য রণবীর কাপুর ও তাঁর পরিবারের অন্য সদস্যদেরও জানা ছিল। তা সত্ত্বেও রণবীর কাপুর ইচ্ছাকৃতভাবে মদ ব্যবহার করেছেন, আগুন জ্বালিয়েছেন এবং দেবী-দেবতাদের আহ্বান করেছেন, এবং 'জয় মাতা দি' স্লোগান তুলেছেন, এমনই অভিযোগ।     


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে