নয়াদিল্লি: বলিউডের গানে (Bollywood Songs) মজেননি এমন ভারতীয় সিনেপ্রেমী খুব কমই আছেন। যে কোনও ঋতু হোক, যে কোনও অনুষ্ঠান-উৎসব, বিয়েবাড়ি বা ঘুরতে যাওয়ার সময় রাস্তায় গান শোনা, বলিউড আছে সর্বত্রই। বিভিন্ন সময়ে, যুগের সঙ্গে তাল মিলিয়ে, শ্রোতাদের পছন্দ অনুসারে বদলেছে বলিউড গানের ধরন, এ কথা যেমন ঠিক, তেমনই এটাও ঠিক যে বলিউডের পুরনো দিনের (old classics) গান কোথাও না কোথাও আমাদের সকলের মনে স্থান করে রয়েছে। বাবা-মায়ের কাছ থেকে শোনা সেই সমস্ত গান যেন পুরনো হয়েও পুরনো হয় না। আজও সেই সব গান মোহিত করে শ্রোতাদের। তেমনই একটি গান 'রিমঝিম গিরে শাওন' ('Rimjhum Gire Saawan')। আর এই গানের দৃশ্যই পুনর্নির্মাণ (recreate the song) করে ভাইরাল এক বৃদ্ধ দম্পতি। কীরকম ব্যাপারটা?
'রিমঝিম গিরে শাওন' গানের পুনর্নির্মাণ, ভাইরাল দম্পতির ভিডিও
অমিতাভ বচ্চন ও মৌসুমী চট্টোপাধ্যায়ের জনপ্রিয় ছবি 'মঞ্জিল'-এর ততোধিক জনপ্রিয় গান 'রিমঝিম গিরে শাওন'। রাহুল দেব বর্মনের সঙ্গীত পরিচালনায়, কিশোর কুমারের কণ্ঠে এই গান বৃষ্টিভেজা দিনে উদাসী মনে আলাদাই দোলা দিয়ে যায়।
মজার বিষয়, বাড়ি বসে এই গান শুনে সময় কাটাননি এক বৃদ্ধ দম্পতি। মুম্বইয়ে ঢুকে গেছে বর্ষা। আর সেই ঝমঝমে বৃষ্টির মাঝেই বেরিয়ে পড়েছেন রিয়েল লাইফ অমিতাভ-মৌসুমী জুটি। এই বৃদ্ধ দম্পতিকে দেখা গেল ছবির দৃশ্যায়ন মুম্বইয়ের যে যে রাস্তা ধরে হয়েছিল, সেখানেই পৌঁছে গেছেন। নেপথ্যে বাজছে 'রিমঝিম গিরে শাওন'। ছবিতে নায়ক-নায়িকার পোশাকের সঙ্গে সমতা রেখে মহিলার পরনে দেখা গেল সবুজ শিফন শাড়ি, ভদ্রলোকের পরনে স্যুট। হাতে হাত ধরে বৃষ্টিতে হাঁটতে দেখা গেল তাঁদের। শহরের রাস্তায় হেঁটে বেশ মজাও পাচ্ছেন তাঁরা, তা তাঁদের অভিব্যক্তিতেই স্পষ্ট। স্বভাবতই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
একাধিক নেটিজেন এই ভিডিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রায়ই একাধিক ভাইরাল ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নেন আনন্দ মাহিন্দ্রা। তিনি এই ভিডিও পোস্ট করেছেন। লিখেছেন, 'এটি ন্যায়সঙ্গতভাবে ভাইরাল হচ্ছে। এক বৃদ্ধ দম্পতি জনপ্রিয় গান 'রিমঝিম গিরে শাওন' গানটি পুনর্নির্মাণ করলেন আসল ছবির শ্যুটিং হওয়া মুম্বইয়ের একই লোকেশনে। আমি ওঁদের শুভেচ্ছা জানাই। ওঁরা আমাদের বলছেন যদি নিজেদের চিন্তাভাবনার বাঁধন ছাড়িয়ে দেন, তাহলে জীবনকে যেমন সুন্দর দেখতে চান তেমনই হবে...!'
আরও পড়ুন: Health Tips: মানবদেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সঠিকভাবে বজায় রাখতে অবশ্যই পাতে পড়ুক এই পাঁচ 'সুপারফুড'
এই ভিডিও দেখে আপ্লুত নেটিজেনরা। দম্পতিকে ভালবাসা ও শুভেচ্ছায় ভরিয়েছেন সকলে। অনেকেই প্রশংসা করেছেন সেই ব্যক্তিরও যিনি এই মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেছেন। প্রসঙ্গত, বাসু চট্টোপাধ্যায় পরিচালিত 'মঞ্জিল' মুক্তি পায় ১৯৭৯ সালে। প্রেক্ষাগৃহে হিট হয় এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন