পয়লা জানুয়ারি বাগদান অনুষ্ঠান হচ্ছে না বিরাট-অনুষ্কার
ABP Ananda, Web Desk | 30 Dec 2016 12:10 PM (IST)
দেহরাদুন: পয়লা জানুয়ারিই তাঁদের বাগদান বলে সংবাদমাধ্যমে যে গুজব ছড়িয়েছিল, তা সরাসরি অস্বীকার করলেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। আপাতত এই জুটি উত্তরাখণ্ডে ছুটি কাটাচ্ছেন। সঙ্গে রয়েছেন তাঁদের পরিবারের লোকজনও। বাগদানের খবর ছড়িয়ে পড়তে বিরাট টুইট করে জানিয়েছেন, অনুষ্কা রিটুইট করেছেন টুইটদুটি। দিনদুয়েক ধরে শোনা যাচ্ছিল, বিরাট-অনুষ্কার বিয়ের আর দেরি নেই, ১ তারিখ তাঁরা বাগদান সারবেন। দুজনকে একসঙ্গে এক পুরোহিতের সঙ্গে দেখা যায়। জল্পনা বাড়িয়ে অমিতাভ বচ্চনকেও দেখা যায় দেহরাদুন বিমানবন্দরে। ফলে খবর ছড়ায়, তাঁদের বাগদানের অনুষ্ঠানে তিনি যোগ দিতে এসেছেন! কিন্তু এখন তো দেখা যাচ্ছে, সবই মিথ্যে! তবে ছুটি অবশ্য দারুণ কাটাচ্ছেন তাঁরা। হরিদ্বারে অনুষ্কার পুজো দেওয়ার ছবি ছড়িয়ে পড়েছে।