অনুষ্কা রিটুইট করেছেন টুইটদুটি।
দিনদুয়েক ধরে শোনা যাচ্ছিল, বিরাট-অনুষ্কার বিয়ের আর দেরি নেই, ১ তারিখ তাঁরা বাগদান সারবেন। দুজনকে একসঙ্গে এক পুরোহিতের সঙ্গে দেখা যায়।
জল্পনা বাড়িয়ে অমিতাভ বচ্চনকেও দেখা যায় দেহরাদুন বিমানবন্দরে। ফলে খবর ছড়ায়, তাঁদের বাগদানের অনুষ্ঠানে তিনি যোগ দিতে এসেছেন!
কিন্তু এখন তো দেখা যাচ্ছে, সবই মিথ্যে!
তবে ছুটি অবশ্য দারুণ কাটাচ্ছেন তাঁরা। হরিদ্বারে অনুষ্কার পুজো দেওয়ার ছবি ছড়িয়ে পড়েছে।