মুম্বই:  ফিরে এল বিরুষ্কা-জুটি ! ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে ফের একসঙ্গে দেখা গেল। গত বুধবার রাতে মুম্বইয়ের একটি অভিজাত রেস্তোরাঁয় দুজন নৈশভোজ সারলেন। রেস্তোরাঁ থেকে বেরোনোর সময় তাঁদের অনুরাগী ও সংবাদমাধ্যমের ক্যামেরায় বন্দী হয়ে গেলেন বিরাট ও অনুষ্কা।
উল্লেখ্য, কিছুদিন আগেই বিরাট ও অনুষ্কার বিচ্ছেদ ঘিরে তীব্র জল্পনা ছড়ায়। সোশ্যাল মিডিয়ায় তাঁরা একে অপরকে আনফলো করার পর এই জল্পনা আরও বাড়ে। যদিও দুজনের কাছ থেকেই এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে চমকপ্রদ পারফরম্যান্সের পর বিরাটের অনুরাগীরা অনুষ্কাকে আক্রমণ করেন। এতে প্রচণ্ড ক্ষিপ্ত হন। এর তীব্র নিন্দা করেন বিরাট।
এই ঘটনার পর ফের একসঙ্গে দেখা গেল বিরাট-অনুষ্কাকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুজনকে বেশ হাসিখুশি দেখাচ্ছিল। তাঁদের যুগলবন্দীও ছিল নজরকাড়া। অনুষ্কার পরণে ছিল কালো টি-শার্ট। কোহলি ছিলেন ক্যাজুয়াল ড্রেসে।