মুম্বই: ভার্চুয়াল দুনিয়ায় বিরাট কোহলির মত জনপ্রিয়তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া অন্য কোনও ভারতীয়র নেই। এই মুহূর্তে ফেসবুকে তাঁর সাড়ে তিন কোটি ফলোয়ার, রোজ এই সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

বিরাট টপকে গিয়েছেন সলমন খানকে। সলমনের থেকে তাঁর ফলোয়ার সংখ্যা ৬০ লক্ষ বেশি। তাঁর আগে শুধু নরেন্দ্র মোদী, তাঁর ফলোয়ার সংখ্যা ৪ কোটি ২০ লক্ষ।

অর্থাৎ অনিল কুম্বলে সম্পর্কিত বিতর্ক ছুঁতে পারেনি কোহলির জনপ্রিয়তাকে।

শুধু ফেসবুকই নয়, টুইটারেও ১ কোটি ৬০ লক্ষ ফলোয়ার আছে কোহলির। ইনস্টাগ্রামে ১ কোটি ৪০ লক্ষ। তর্কাতীতভাবে এই গ্রহে তিনিই সবথেকে বেশি জনপ্রিয় ক্রিকেটার, অন্যতম জনপ্রিয় অ্যাথলিট।

বিজ্ঞাপনে মডেলিংয়ের ক্ষেত্রেও শাহরুখ খানের থেকে বিরাটের দাম অনেক বেশি। ফোর্বস তালিকায় গোটা বিশ্বের ১০০ ধনী ক্রীড়াবিদদের মধ্যে তিনিই একমাত্র ভারতীয়।