ওয়াশিংটন: সোমবার ভারতীয় সময় রাত দেড়টা নাগাদ ওয়াশিংটন ডিসির হোয়াই হাউসে পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পও।
রেড কার্পেটে মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানানোর পর দুদেশের রাষ্ট্রপ্রধান সংবাদমাধ্যমের সামনে একসঙ্গে বিবৃতি দেন। তারপর সারা বিশ্ব দেখল দুই রাষ্ট্রপ্রধানের আত্মবিশ্বাস জড়ানো করমর্দন, সঙ্গে দুজনের মুখেই ছিল চওড়া হাসির ঝলক।
এই বৈঠকের পর ট্রাম্পকে সপরিবারে ভারতে আসার জন্যে আমন্ত্রণ জানিয়ে মার্কিন প্রেসিডেন্টকে আলিঙ্গনে আবদ্ধ করেন মোদী। তবে এখানেই শেষ নয়। এরপর মোদী যখন হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তারপর ফের দ্বিতীয়বার আলিঙ্গনবদ্ধ হতে দেখা গেল দুই রাষ্ট্রনেতাকে। এরপরই বিদেশ সচিব এস.জয়শঙ্কর এক বিবৃতি দিয়ে জানান, মোদী-ট্রাম্পের এই সাক্ষাতের পর দুজনের মধ্যেই এক দুরন্ত কেমিস্ট্রি লক্ষ্য করা গেল। যারফলে লাভবান হবে দুদেশের আমজনতা।
ছবি সৌজন্যে টুইটার
তবে মোদী-ট্রাম্পের সফল এই বৈঠক শেষে একটি বিষয় পরিস্কার দুদেশের প্রধানই চান তাঁদের মধ্যে কূটনৈতিক সহ সবধরনের সম্পর্কের উন্নতি হোক। সেখানে অভিবাসন এবং প্যারিস জলবায়ু চুক্তি সংক্রান্ত যা বৈপরিত্য আছে, সেসমস্ত সরিয়ে রাখতেই তাঁরা দুজনে বিশেষ আগ্রহী।
হোয়াইট হাউস থেকে বেরিয়ে এসে, সেখানে মার্কিন প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডি মেলানিয়ার অভ্যর্থনায় তিনি যে অভিভূত, সেই কথাও জানাতে ভোলেননি মোদী।
ওভাল অফিসে প্রায় চার ঘণ্টা বৈঠক করেন দুদেশের রাষ্ট্র প্রধান। তবে এই বৈঠকের আগে মোদীকে তাঁর সত্যিকারের বন্ধু বলে একটি টুইট করেন ট্রাম্প। তারপর ভারতে মোদীর প্রশাসনের প্রভূত প্রশংসা করে ট্রাম্প বলেন, মোদীর শাসনকালে ভারতে অর্থনৈতিক উন্নতি চোখে পড়ার মতো হয়েছে। অসাধারণ কাজ করার জন্যে মোদীর উচ্ছ্বসিত প্রশংসাও করেন মার্কিন প্রেসিডেন্ট।
করমর্দন, আলিঙ্গন এবং আরও অনেক কিছু, হোয়াইট হাউসে মোদীর রেড কার্পেট অভ্যর্থনায় কী কী ঘটল দেখে নেব একনজরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jun 2017 10:07 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -