কলকাতা: শখ ছিল বিরাট কোহলিকে (Virat Kohli) -কে শো তো নিয়ে আসবেন। কিন্তু তা বোধহয় আর হল না। তাঁর শো তে কখনও না এসেও, বিরাট কোহলির প্রিয় ছিলেন তিনি। কিন্তু বিতর্ক যেন কেড়ে নিয়েছে সেই জনপ্রিয়তা। 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া (Ranveer Allahbadia) এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' (India's Got Latent) -এ তাঁর করা মন্তব্য সদ্যই ভাইরাল হয়েছে। আর এই মন্তব্য ভাইরাল হতেই উঠেছে নিন্দার ঝড়। তবে শুধু নিন্দাতেই থেমে থাকেনি, বিতর্কের জল গড়িয়েছে অভিযোগ দায়ের পর্যন্ত। 


'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' (India's Got Latent) -এ এসে রণবীর এক প্রতিযোগীকে প্রশ্ন করেছিলেন, 'তুমি কী তোমার বাবা-মায়ের যৌনতা দেখতে চাও নাকি একবার সেখানে যোগ দিয়ে চিরকালের মতো তা বন্ধ করে দিতে চাও' । এই মন্তব্য ইউটিউবে প্রকাশ পাওয়ার পরেই তা ভাইরাল হয়ে যায়। চূড়ান্ত কটাক্ষের শিকার হল রণবীর। প্রসঙ্গত উল্লেখ্য, কমেডিয়ান সময় রায়না (Samay Raina) ইউটিউবে একটি শো করেন যার নাম India's Got Latent এবং এই অনুষ্ঠানেই প্যানেলিস্ট হিসেবে আরও অনেকের সঙ্গে হাজির ছিলেন রণবীর এলাহাবাদিয়া। ওই এপিসোডেই এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের 'বিয়ারবাইসেপস' চরম অশালীন মন্তব্য করেছেন। পডকাস্টের দুনিয়ায় জনপ্রিয় রণবীরের এ হেন মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। তৈরি হয়েছে আইনি জটিলতাও। 


আর এই মন্তব্যের জেরে ইতিমধ্যেই ২০ লক্ষ ফলোয়ার্স হারিয়েছেন রণবীর। আর সেই ফলোয়ার্সের তালিকায় রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ও। রণবীরের পডকাস্টের শো -তে বিভিন্ন নামিদামি তারকারা আসতেন। বিরাট কোহলি কখনও তাঁর অতিথি হননি বটে, তবে রণবীরকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতেন তিনি। কিন্তু এই বিতর্ক শুরু হওয়ার পরেই রণবীরকে আনফলো করে দিয়েছেন বিরাট কোহলি। আর এর ফলেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে আরও এক চর্চা। আদৌ কি আর বিরাট কখনও আসবেন রণবীরের শো -তে অতিথি হয়ে? সেই উত্তর অবশ্য দেবে সময়। 


প্রসঙ্গত, কেবল একটি পডকাস্ট শো-ই নয়,  মোট আটটি ইউটিউব চ্যানেল চালান রণবীর। একাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন তিনি। কাজ করে একাধিক বিজ্ঞাপনীতেও। রণবীরের মোট সম্পত্তির পরিমাণ ৬০ কোটি টাকা। একাধিক ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গেও যুক্ত রণবীর। তবে বর্তমানে সংকটের মুখে তাঁর প্রত্যেকটি চ্যানেলই। 


আরও পড়ুন: Saif Ali Khan-Kareena Kapoor: 'চলো এখানেই বিয়ে করি'... গ্রীসে শ্যুটিং করতে গিয়ে হঠাৎ করিনাকে বলেছিলেন সেফ!