কলকাতা: আবারও খবরের শিরোনামে উঠে এল বিশাল ভরদ্বাজের ছবি ‘ফুরসত’। ইশান খট্টর, ওয়ামিকা গাব্বি, সলমন ইউসুফ খান অভিনীত এই ছবি কান লায়ন্সের মঞ্চে পুরস্কৃত হয়েছে। এই ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্বও সামলেছেন স্বয়ং বিশাল ভরদ্বাজই। আর শ্রেষ্ঠ অরিজিনাল কম্পোজিশন ক্য়াটাগরিতে এন্টারটেইনমেন্ট লায়ন্স ফর মিউজিক ব্র্যান্ডেড কনটেন্টের পুরস্কার পেল ‘ফুরসত’। মিউজিক্যাল রোম্য়ান্টিক ছবি ‘ফুরসত’ ঝুলিতে এল ব্রোঞ্জ। পরিচালক নিজেই ইন্স্টাগ্রামে ছবি পোস্ট করে প্রকাশ্য়ে এনেছেন এই খবর।



প্রসঙ্গত, বিশাল ভরদ্বাজ ‘ফুরসত’ ছবিটির চিত্রনাট্য লিখেছেন ও সঙ্গীত পরিচালনাও করেছেন। এই স্বল্পদৈর্ঘ্য়ের ছবিটি শ্য়ুট হয়েছে iPhone 14 PRO-তে। পুরষ্কার পেয়ে আনন্দ প্রকাশ করে বিশাল ভরদ্বাজ একটি বিবৃতিতে বলেছেন, "কান লায়ন ব্রোঞ্জ পাওয়া মর্যাদাপূর্ণ এবং আমার সঙ্গীতের জন্য় পাওয়া এই সম্মানে আমি আপ্লুত। জুরি এবং অ্যাপলকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ।"


আরও পড়ুন...


Benefits of Dragon Fruit: ওজন কমাতে আদর্শ ড্রাগন ফল! রয়েছে আরও একাধিক উপকার


প্রসঙ্গত, একটি সাক্ষাতকারে এই ছবি প্রসঙ্গে বলতে গিয়ে বিশাল ভরদ্বাজ বলেছিলেন, শুধু শর্ট ফিল্ম নয়, আমি অনুভব করি যে আইফোন এখন আমাদের একটি সম্পূর্ণ ফিচার ফিল্ম তৈরি করতে সাহায্য করতে প্রস্তুত৷ আইফোন 14 প্রো-তে অ্যাকশন মোড সহ দৃশ্যগুলিতে এই ধরনের স্থিতিশীলতা রয়েছে। সিনেমাটিক মোড, বা আমাদের ভাষায় ফোকাস শিফট, আরেকটি উন্নত বৈশিষ্ট্য। আর একটি ভাল দিক হল আমরা শট নেওয়ার পরেও এই সিনেমাটিক মোড টুলটি ব্যবহার করতে পারি।"


উল্লেখ্য়, খুব শীঘ্রই ওয়েবের দুনিয়ার আত্মপ্রকাশ করতে চলেছেন বিশাল ভরদ্বাজ ।  আগাথা ক্রিস্টির জনপ্রিয় উপন্য়াস'দ্য সিটাফোর্ড মিস্ট্রি' উপন্য়াসটিকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে এই ওয়েব সিরিজটি। ওটিটি প্ল্য়াটফর্ম সনি লিভ (Sony LIV)-এ মুক্তি পাবে বিশাল ভরদ্বাজের এই বহু প্রতিক্ষীত সিরিজ। 


এই সিরিজে কয়েকটি মুখ্য় চরিত্রে দেখা যাবে, ওয়ামিকা গাব্বি (Wamiqa Gabbi), প্রিয়াংশু পাইনুলি (Priyanshu Painyuli), নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah), নীনা গুপ্তা (Neena Gupta), রত্না পাঠক শাহ(Ratna Pathak Shah), গুলশান গ্রোভার (Gulshan Grover), লারা দত্ত (Lara Dutta), চন্দন রায় সান্যাল (Chandan Roy Sanyal), এবং পাওলি দামের (Paoli Dam) মত নামীদামী শিল্পীদের।


এই সিরিজের শ্য়ুটিং হবে হিমাচল প্রদেশে। সনি লিভ (Sony LIV)-এর কনটেন্ট হেড  সৌগত মুখোপাধ্য়ায় বলেছেন, "গোয়েন্দাসাহিত্য আমাদের দর্শকের কাছে বিশেষভাবে প্রিয় আর আগাথা ক্রিস্টি উপন্যাসের চেয়ে ভাল আর কীই বা হতে পারে। আমরা তাঁর ক্লাসিক 'দ্য সিটাফোর্ড মিস্ট্রি' নিয়ে আসতে পেরে অত্য়ন্ত আনন্দিত।  আর ভারতের প্রেক্ষাপটে এই গল্পকে ফুটিয়ে তুলতে একমাত্র পরিচালক বিশাল ভরদ্বাজই পারেন। তাঁর আগের ছবি এর প্রমাণ।'