নয়াদিল্লি: যেন রুদ্ধশ্বাস থ্রিলারের চিত্রনাট্য! ফুটবল মাঠে জাপানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই ভারতের (Ind vs Jap) অনূর্ধ্ব ১৭ দলের। এশিয়া সেরা দেশের কাছে ৮ গোল হজম করেও পাল্টা ৪ গোল চাপিয়ে দিল ভারতের ছোটরা। অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপ (U17 AFC Asian Cup) থেকে বিদায় নিতে হলেও প্রশংসা আদায় করে নিল ভারতের লড়াই।
অনূর্ধ্ব ১৭ এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে ভিয়েতনামের সঙ্গে ড্র করেছিল ভারত। কিন্তু গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের কাছে হেরে গিয়েছিল জুনিয়র ব্লু টাইগার্স। পরের পর্বে যেতে হলে শুক্রবার জাপানকে হারাতেই হতো ভারতকে। জাপান গতবারের চ্যাম্পিয়ন। এবারও ফেভারিট। ধারে ও ভারে জাপানের ছোটরাও বেশ এগিয়ে। তবু ভারতের অনূর্ধ্ব ১৭ দলের কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ় বলেছিলেন, 'জানি কাজটা কঠিন। তবে অসম্ভব নয়।'
কোচের কথার প্রতিফলন ধরা পড়ল ভারতের যুব দলের খেলায়। বিশেষ করে দ্বিতীয়ার্ধে জাপানকে রীতিমতো চাপে রাখলেন থোকচমরা। প্রথমার্ধে ৩-০ গোলে পিছিয়ে পড়েছিল ভারত। তখনও পর্যন্ত মনে করা হয়েছিল যে, বিরাট ব্যবধানে হারের লজ্জা অপেক্ষা করে রয়েছে ভারতের জন্য। কিন্তু দ্বিতীয়ার্ধে সেয়ানে সেয়ানে টক্কর দিল ভারতীয় দল। আরও ৫ গোল হজম করতে হয়েছে। কিন্তু পাল্টা ৪ গোল করেওছে ভারত।
প্রথমার্ধে অবশ্য খুঁজেই পাওয়া যাচ্ছিল না ভারতকে। প্রথম ৪৫ মিনিটে উল্লেখযোগ্য কোনও আক্রমণও তুলে আনতে ব্যর্থ হয় ভারত। জাপানের মুহূর্মুহূ আক্রমণে দিশাহারা দেখাচ্ছিল ভারতের রক্ষণকে। কিন্তু ৩ গোল হজম করার পর দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরোয় ভারতের জুনিয়ররা। ফ্রি কিক থেকে অসাধারণ গোল করে স্কোরলাইন ৩-১ করে মুকুল পানওয়ার। তবে এরপর আরও ২ গোল করে জাপান। ৬১ মিনিটে ব্যক্তিগত নৈপুণ্যে ৫-২ করে ড্যানি মিতেই। তবে এরপর একটি পেনাল্টি পায় জাপান। যদিও সেই শট রুখে দেয় ভারতের গোলকিপার সাহিল। তাতেই যেত তেতে ওঠে গোটা দল।
৭৩ মিনিটে ফের গোল করেন মিতেই। তারপর একটি আত্মঘাতী গোল হজম করে জাপান। স্কোরলাইন দাঁড়ায় ৫-৪। রূপকথার কোনও ফল হয় কি না, দেখার অপেক্ষায় ছিলেন ভারতের ফুটবলপ্রেমীরা।
যদিও এরপর আরও ৩ গোল দেয় জাপান। সেই সঙ্গে ভারতের পরাজয় নিশ্চিত করে দেয়। সব মিলিয়ে ৮-৪ গোলে ম্যাচ জেতে জাপান। খালি হাতেই ফিরতে হচ্ছে ভারতীয় দলকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial