মুম্বই: চলতি বছর বলিউডে মুক্তি পায় পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri) ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files)। কাশ্মীরি পণ্ডিতদের জীবনের কাহিনীকে নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে কার্যত ঝড় তোলে। খুব কম সময়ের মধ্যেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যায়। দেশের একাধিক রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়। ছবিটি মুক্তির আগে থেকেই দেখা দেয় নানা বিতর্ক। মুক্তির পরও বিতর্ক থামেনি। বরং আরও বেড়েছে। বিতর্ক থাকলেও এই ছবি প্রশংসিতও হয়েছে বিভিন্ন মহলে। এবার সেই ছবির পরিচালক নাম না করে মন্তব্য করলেন শাহরুখ খান (Shah Rukh Khan), সলমন খানের (Salman Khan) প্রসঙ্গে। পরিচালকের বক্তব্যে ফের দানা বেঁধেছে বিতর্ক। 


শাহরুখ-সলমনকে নিয়ে বিবেক অগ্নিহোত্রীর টুইট-


স্পষ্ট বক্তা হিসেবে বরাবরই পরিচিত পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী। নানা সময়ে নানা বিষয়ে তিনি নিজের মতামত দিতে থাকেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক সংবাদমাধ্যমের একটি প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। আর তাঁর টুইট ঘিরে ফের দেখা দিয়েছে বিতর্ক। সম্প্রতি সেই সংবাদমাধ্যমের পক্ষ থেকে টুইটারে একটি পোস্টে লেখা হয় যে, 'কেন শাহরুখ খান এখনও বলিউডের 'কিং'?' এই প্রশ্নের উত্তরে 'দ্য কাশ্মীর ফাইলস' পরিচালক লিখেছেন যে, 'যতদিন বলিউডে কিং, বাদশা, সুলতানরা রয়েছে, ততদিন ডুবতেই থাকবে। এটাকে সাধারণ মানুষের গল্পের ইন্ডাস্ট্রি করে তোলা দরকার। তবেই বিশ্বের দরবারে জায়গা পাবে।' সঙ্গে হ্যাশট্যাগ ফ্যাক্ট কথাটিও ব্যবহার করেছেন তিনি। পরিচালকের এই টুইটকে কেন্দ্র করেই প্রশ্ন উঠেছে যে, তিনি কি নাম না করে বলিউডের দুই খানকে একসঙ্গে আক্রমণ করলেন? যদিও শাহরুখ খান কিংবা সলমন খানের পক্ষ থেকে এই প্রসঙ্গে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



আরও পড়ুন - Koffee With Karan: রণবীরের দুই প্রাক্তনের উপর কেন বিরক্ত হন ঋষি? ফাঁস কর্ণের


প্রসঙ্গত, চলতি বছর মার্চ মাসে মুক্তি পায় 'দ্য কাশ্মীর ফাইলস'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যায় অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমারকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায় বলিউডের তাবড় তারকাদের। 'দ্য কাশ্মীর ফাইলস'-এর ব্যাপক সাফল্যের পর পরিচালক শীঘ্রই নিয়ে আসতে চলেছেন 'দ্য দিল্লি ফাইলস'। যদিও এই ছবিতে কারা অভিনয় করবেন কিংবা কবে মুক্তি পাবে, সে সম্পর্কে এখনও বিস্তারিতভাবে কিছু জানা যায়নি।