নয়াদিল্লি: অভিনেতা বিবেক ওবেরয়ের মুম্বইয়ের বাসভবনে তল্লাসি বেঙ্গালুরু পুলিশের। বিবেকের শ্যালক আদিত্য আলভার বিরুদ্ধে রুজু হওয়া মাদক মামলার ব্যাপারেই বৃহস্পতিবার বলিউড অভিনেতার বাড়িতে হানা দেয় তারা। আদিত্য কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী জিবারাজ আলভার ছেলে। ‘স্য়ান্ডালউড ড্রাগস মামলা’য় নাম জড়িয়েছে আদিত্যের। বেঙ্গালুরু পুলিশ মাদক কেনাবেচা চক্র ও রেভ পার্টির উদ্যোক্তাদের বিরুদ্ধে জোর অভিযান চালাচ্ছে। সে ব্যাপারেই তারা খুঁজছে আদিত্যকে, যিনি পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ। স্যান্ডালউড নামে পরিচিত কন্নড় চলচ্চিত্র দুনিয়ায় গায়ক, অভিনেতার মাদক সরবরাহের একটি চক্রের বিরুদ্ধে পুলিশি অভিযান শুরু হতেই তিনি নাকি বেপাত্তা। বেঙ্গালুরু পুলিশের যুগ্ম কমিশনার সন্দীপ পাটিল বলেন, আদিত্য আলভা পলাতক। বিবেক ওবেরয় তাঁর আত্মীয়। আমাদের কাছে খবর ছিল, বিবেকের কাছে আছেন আলভা। খবরটা ঠিক কিনা, খতিয়ে দেখতে চেয়েছিলাম। তাই আদালতের পরোয়ানা জোগাড় করা হয়। অপরাধ দমন শাখা বিবেকের মুম্বইয়ের বাড়িতে যায়।
এই মামলায় কন্নড় অভিনেত্রী রাগিনী দ্বিবেদী, সঞ্জনা গলরানি সহ ১৫ জন এপর্যন্ত গ্রেফতার হয়েছেন। বাকিদের মধ্যে আছেন রেভ পার্টি আয়োজক বীরেন খন্না ও আবাসন নির্মাতা রাহুল থোনসে।
বেঙ্গালুরুর হেব্বাল লেকের কাছে ৫ একর জমির ওপর আদিত্য়র মা নন্দিনী আলভার একটি সুইমিং পুল সমেত সম্পত্তি আছে, গত মাসে সেখানেও অভিযান হয়। সেখানে পার্টি হয়, আসর বলে। ওই পার্টিতে লোকজন মাদকের নেশা করে বলে সন্দেহ পুলিশ, তদন্তকারীদের।
গত জুনে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তদন্ত চলাকালে বলিউডে মাদক সরবরাহকারী চক্রের যোগসাজশের অভিযোগ ঘিরে প্রবল শোরগোল হয়। এ ব্যাপারে তদন্ত করছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তার মধ্যেই মাদক যোগ নিয়ে সরগরম দক্ষিণী ফিল্ম ইন্ড্রাস্ট্রি।
মুম্বইয়ে কেন বিবেক ওবেরয়ের বাসভবনে তল্লাশি বেঙ্গালুরু পুলিশের?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Oct 2020 03:44 PM (IST)
বেঙ্গালুরু পুলিশ মাদক কেনাবেচা চক্র ও রেভ পার্টির উদ্যোক্তাদের বিরুদ্ধে জোর অভিযান চালাচ্ছে। সে ব্যাপারেই তারা খুঁজছে আদিত্যকে, যিনি পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -