কলকাতা: কিছুদিন আগে মাদক মামলায় দোষী সাব্য়স্ত হয়ে গত ১লা এপ্রিল থেকে জেলবন্দি ছিলেন অভিনেত্রী ক্রিসান পেরেইরা (Chrisann Pereira) । বুধবার তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এই কয়েকদিনেই জেল জীবনের ভয়াবহতা তাকে গ্রাস করেছিল। কীভাবে? অভিনেত্রী বর্ণনা করলেন নিজেই।


অভিনেত্রী ক্রিসান পেরেইরা (Chrisann Pereira) জানান, মাদকের মামলায় ফেঁসে যাওয়ার পর তাকে আরবের কারাগারে বন্দী করে রাখা হয়েছিল। টানা ২৬ দিন জেলে থাকার অভিজ্ঞতা ছিল অত্য়ন্ত ভয়াবহ। ক্রিসান (Chrisann Pereira) জানালেন, তিনি লন্ড্রিতে ব্যবহৃত ডিটারজেন্ট পাউডার দিয়ে চুল ধুয়েছিলেন। শুধু তাই নয়। বাথরুমের জল দিয়ে কফিও বানিয়েছিলেন তিনি (Chrisann Pereira) ।


আরও পড়ুন...


Sharmila Tagore: 'টানা বরফের গোলা ছোড়া হচ্ছে আমার দিকে..' ৫০ বছর আগের স্মৃতিচারণায় শর্মিলা


এক খোলা চিঠিতে অভিনেত্রী (Chrisann Pereira) লেখেনে, “প্রিয় যোদ্ধারা, জেলে কলম এবং কাগজ খুঁজে পেতে আমার তিন সপ্তাহ পাঁচ দিন লেগেছে। আমি ডিটারজেন্ট পাউডার দিয়ে  চুল ধুয়েছি এবং টয়লেটের জল ব্যবহার করে কফি তৈরি করেছি। এর পাশাপাশি আমি বলিউডের সিনেমা দেখেছি। আমার উচ্চাকাঙ্ক্ষা আমাকে এই পরিস্থিতে নিয়ে এসেছে দেখে আমার চোখে জল আসছে। আমি মাঝে মাঝে আমাদের সংস্কৃতি, আমাদের চলচ্চিত্র এবং টিভিতে পরিচিত মুখ দেখে হাসি। আমি একজন ভারতীয় হতে পেরে গর্বিত বোধ করি এবং ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অন্তর্গত।”


আরও পড়ুন...


Vastu Tips: একটুকরো পাতিলেবুতে ফিরবে ভাগ্য, মিটবে অর্থনৈতিক সমস্যা



অভিনেতা তার পরিবার, বন্ধুবান্ধব, পুলিশ, গীর্জা, মিডিয়া এবং যাঁরা তাকে আশা জুগিয়েছিলেন ও তার নির্দোষতায় বিশ্বাস করেছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেছেন, 'প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের জন্য যারা আমার গল্প টুইট করেছেন এবং পুনরায় শেয়ার করেছেন তাদের প্রতি আমি চিরকাল কৃতজ্ঞ।'


চিঠির শেষে তিনি (Chrisann Pereira) লেখেন, "আমার জীবন এবং এই কেলেঙ্কারীর শিকার হওয়া অন্যান্য নিরীহ লোকদের জীবন বাঁচানোর জন্য বিচারব্য়বস্থাকে ধন্যবাদ। ন্যায়বিচার সর্বদা জয়ী হোক।”


প্রসঙ্গত, 'থ্রি উইমেন' (Three Women)), 'ড্রামরোল' (Drumrool) এবং 'সানডেস উইথ চিত্রা'র মতো বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। 'থিঙ্কিস্তান' নামে একটি ওয়েব সিরিজের অংশও ছিলেন পেরেইরা। উল্লেখ্য়, তিনি (Chrisann Pereira) তার বাবা-মা এবং ভাইয়ের সঙ্গে বোরিভলিতে থাকেন।