মুম্বই: বিসিসিআইয়ের তরফে আজ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ভারতীয় মহিলা ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করা হল। তালিকায় সর্বোচ্চ 'এ' গ্রেডে দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরের পাশাপাশি রয়েছেন দলের সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। এই দুই তারকার পাশাপাশি এবার শীর্ষ গ্রেডে জায়গা করে নিয়েছন দলের তারকা অলরাউন্ডার দীপ্তি শর্মাও।


তবে দীপ্তির উন্নতি হলেও, গত বছর একেবারে শীর্ষ গ্রেডে থাকা পুনম রাউত এ বছরের বার্ষিক চুক্তি তালিকাতেই নেই। বাদ পড়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটানো শিখা পাণ্ডেও। তিনি আগে 'বি' গ্রেডে ছিলেন। অবসর নেওয়া দুই কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী ও মিতালি রাজ স্বাভাবিকভাবেই এই চুক্তি তালিকা থেকে বাদ পড়েছেন। পাশাপাশি গত বছরে যেখানে 'বি' গ্রেডে ১০ জন ক্রিকেটার ছিলেন, সেখানে এ বছর মাত্র পাঁচজনকে এই গ্রেডে রাখা হয়েছে। বাংলার রিচা ঘোষ ও রেণুকা সিংহ গত বছর 'সি' গ্রেডে থাকলেও, এ বছরে তাঁরা এক ধাপ এগিয়ে বি-তে উঠে এসেছেন।


 






আরও পড়ুন: স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?


এই গ্রেডে থাকা ভারতীয় ক্রিকেটাররা বার্ষিক ৩০ লক্ষ টাকা করে পাবেন। অপরদিকে, গ্রেড সি-তে থাকা খেলোয়াড়রা বার্ষিক ১০ লক্ষ টাকা করে পাবেন। এই গ্রেডে নয়জন ক্রিকেটারকে রাখা হয়েছে। এই নয়জনের মধ্যে ছয়জন আগের বারও এই গ্রেডেই ছিলেন। তবে মেঘনা সিংহ, অঞ্জলি সর্বানিরা এই গ্রেডে এই বছরই প্রথম যুক্ত হয়েছেন।


বিরাট রেকর্ড


বুধবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (RCB) ২১ রানের ব্যবধানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে দলের পরাজয়ের দিনেই এক নতুন নজির গড়লেন 'রেকর্ড ম্যান' কোহলি। বিরাট কোহলি (Virat Kohli) নিজের আইপিএল কেরিয়ারের ৪৯তম অর্ধশতরানটি এই ম্যাচেই হাঁকিয়ে ফেলেন। তিনি ৩৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের সুবাদেই নতুন ইতিহাস গড়লেন তিনি।


৫৪ রানের ইনিংসের সুবাদেই কোহলি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে (M Chinnaswamy Stadium) তিন হাজার রানের গণ্ডি পার করে ফেলেন বিরাট। তিনিই প্রথম ব্যাটার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে এক মাঠে তিন হাজার রান করলেন। বিরাট চিন্নাস্বামী স্টেডিয়ামে ৯২টি ইনিংস খেলে ৩৭.৬৮ গড়ে ৩০১৫ রান করেছেন। চিন্নাস্বামীতে ২৩টি অর্ধশতরান করেছেন বিরাট। বিরাট এক্ষেত্রে বাংলাদেশের তারকা ব্যাটার মুশফিকুর রহিমকে পিছনে ফেললেন। রহিম শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোট ১২১টি ইনিংস খেলে ২৯৮৯ রান করেছেন, গড় ৩৩.৯৬ এবং ১৮টি অর্ধশতরান হাঁকিয়েছেন প্রাক্তন বাংলাদেশি অধিনায়ক। 


আরও পড়ুন: নতুন মরসুমে দুরন্ত ছন্দে বরুণ, স্পিন ভেল্কিতে আরসিবিকে কুপোকাত করেই জানালেন সাফল্যরহস্য