বিয়ের খবর চাউর হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে নবদম্পতির ছবিতে। ইতালির তাস্কানিতে স্বপ্নের মতো এক জায়গায় এই বিয়েটি হয়েছে। সেই বিবাহবাসরে মণ্ডপে যখন অনুষ্কা ঢুকছেন, সেই মুহূর্তটি ছিল সত্যিই ঐশ্বরিক। মণ্ডপে ঢোকার সময় পাত্রীর লজ্জা মেশানো রূপের ছটা থেকে কার্যত চোখ ফেরানো যাচ্ছিল না। পিছনে তখন অনুষ্কারই এক ছবির গান মৃদু ভাবে বাজচ্ছিল। মণ্ডপে তাঁকে হাত ধরে কাছে টেনে নেন, অপেক্ষারত সুদর্শন পুরুষ, দেশের অন্যতম মোস্ট এলিজিবল ব্যাচেলর বিরাট কোহলি। সেই স্বর্গীয় মুহূর্তটি ফ্রেমবন্দি রইল আপনাদের জন্যে
ছবি সৌজন্যে টুইটার