মুম্বই: ‘কাবিল’ মুক্তি পাওয়ার আগেই এই ছবি সংক্রান্ত সবথেকে বড় উপহারটা পেয়ে গেলেন হৃতিক রোশন!

তাঁর এক ভক্ত ক্ষীণ দৃষ্টিশক্তি উপেক্ষা করে কাবিল হুঁ গানে নেচেছেন। সেই ভিডিও তিনি টুইটারে পাঠিয়েছেন হৃতিককে।




মুগ্ধ, হতবাক হৃতিক টুইটারে শেয়ার করেছেন ভিডিওটি। মন্তব্যেই পরিষ্কার, কতটা খুশি তিনি।



২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘কাবিল’।