এবার সেই দুটি গুরুত্বপূর্ণ ভূমিকার একটি বেছে নিলেন অভিনেত্রী ক্যাটরিনা। পর্দার সামনে অভিনয় করতে করতে একঘেয়েমি এসে যায়। তাই ‘জগ্গা জাসুস’-এর সেটে এবার নয়া ভূমিকায় দেখা গেল ক্যাটকে। হেয়ার স্টাইলিস্ট হয়ে গেলেন ক্যাট, এবং তাঁর প্রথম ক্লায়েন্ট হলেন পরিচালক অনুরাগ বসু।
প্রসঙ্গত, সম্প্রতি অনুরাগ নিজের টুইটার হ্যান্ডেলে হেয়ারস্টাইলিস্ট ক্যাটরিনার কার্যকলাপের একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, অনুরাগের চুলে কাঁচি চালাচ্ছেন অভিনেত্রী। ওদিকে পরিচালক চিত্কার করছেন, তবে যন্ত্রণায় না আনন্দে, সেটা বোঝা যাচ্ছে না।
তবে ভিডিওর তলায় অনুরাগের ক্যাপশন দেখে মোটেই মনে হচ্ছে না, তিনি তাঁর এই নয়া হেয়ারকাটে তেমন খুশি।
এতকিছুর পরও পরিচালক-অভিনেত্রীর বন্ধুত্ব কিন্তু যথেষ্ট দৃঢ়। সম্প্রতি অনুরাগের বাড়ির সরস্বতী পূজোয় গিয়েছিলেন ক্যাট। তবে ওই পুজোয় যাননি অনুরাগের অপর ঘনিষ্ঠ বন্ধু, ক্যাটের প্রাক্তন, ছবির সহঅভিনেতা রণবীর কপূর। তার কারণ অবশ্য জানা যায়নি। প্রসঙ্গত, ক্যাটও ‘জগ্গা জাসুস’-এর সেট থেকে তাঁর একার ছবিই পোস্ট করছেন। এখন এটাই বোঝা যাচ্ছে না, রণবীর-ক্যাটের বিচ্ছেদের জন্যে দুজনে কি আলাদা শ্যুট করছেন বিভিন্ন দৃশ্য। তবে সব মিলিয়ে হয়তো দর্শক আবার একটা অন্যধরনের ছবি উপহার পেতে চলেছে আগামী ৭ এপ্রিল।