কলকাতা: রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে টানটান থ্রিলার৷ আই লিগের রোমহর্ষক ম্যাচে আইজল এফসি-কে ৩-২ গোলে হারাল মোহনবাগান৷ বাগানের হয়ে জোড়া গোল ড্যারেল ডাফির৷ একটি গোল জেজের৷ ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে দ্বিতীয় স্থানেই থাকল সঞ্জয় সেনের দল।
এদিন ম্যাচের ২ মিনিটের মাথায় ডাফির গোলে এগিয়ে যায় বাগান৷ এটি এই মরসুমে এখনও পর্যন্ত আই লিগের দ্রুততম গোল৷ লেফট উইংয়ে কাটসুমির বাড়ানো বল থেকে ডাফির দুর্ধর্ষ হেডার৷ ৪১ মিনিটের মাথায় গোল শোধ করেন আইজলের জয়েশ রানে৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই ফের জেজের প্রত্যাঘাত৷ ২-১-এ এগিয়ে যায় বাগান৷ ৭০ মিনিটের মাথায় ফের আশুতোষ মেহতার গোলে সমতা ফেরায় আইজল৷ শেষ মুহূর্তে, ৮৪ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল ডাফির৷
ডাফির জোড়া গোল, আইজলকে হারাল মোহনবাগান
Web Desk, ABP Ananda
Updated at:
04 Feb 2017 09:39 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -